Barak UpdatesHappeningsSports

সোনাইতে ডিএসএ-র গ্রামীণ অ্যাথলেটিক্সে দারুণ সাড়া

ওয়েটুবরাক, ১১ ডিসেম্বর : সোনাইয়ে শিলচর ডিএসএ আয়োজিত গ্রামীন অ্যাথলেটিক্স মিটের প্রথম দিনই সাহেদ, জানম সহ একঝাঁক প্রতিশ্রুতিবান খেলোয়াড় আশার আলো দেখালেন। গ্রামাঞ্চল থেকে জাতীয় স্তরের প্রতিভাবান আ্যথলিট খোঁজার লক্ষ্যে প্রথমবারের মতো সোনাইতে শুরু হল শিলচর জেলা ক্রীড়া সংস্থার রুরাল আ্যথলেটিক্স মিট ২০২১।

শনিবার সকালে সোনাই নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শিলচর ডিএসএ-র পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আয়োজক সংস্থার সভাপতি বাবুল হোড়। এছাড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন সোনাই নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বাহারুল ইসলাম লস্কর৷ উপস্থিত ছিলেন শিলচর ডিএসএর সচিব বিজেন্দ্র প্রসাদ সিং, আশুতোষ রায়, চন্দন শর্মা, নন্দদুলাল রায়, নীলাভ মৃদুল মজুমদার, সুজন দত্ত, আক্তার হোসেন লস্কর, স্থানীয় আয়োজক প্রাক্তন ক্রীড়া আধিকারিক বদরউদ্দিন মজুমদার, সোনাই ক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক বক্তার হোসেন বড়লস্কর, ক্রীড়া শিক্ষক হোসেন আহমেদ লস্কর প্রমুখ।

এদিন সকালে ছেলেদের (অনূর্ধ্ব -১৬) ১০০ মিটার দৌড় দিয়ে প্রতিয়োগিতা শুরু হয়। এতে প্রথম তিন স্থানাধিকারী হলেন ১ম – সাহেদ আকলিন, ২য়- গৌরব সিং, ৩য়- জাবেদ আক্তার।এছাড়াও বিভিন্ন ইভেন্টে বিজয়ীরা হল অনূর্ধ্ব -১৪ (ছেলেদের) ১০০ মিটার দৌড় – ১ম -মিঠু সিং,২য়- রাহিল হোসেন ,তয়- সালমান হোসেন।অনূর্ধ্ব -১৪ (মেয়েদের) ১০০ মিটার দৌড় – ১ম -জানম আক্তার, ২য়- নাজমিন আক্তার , তয়- মাম্পি লস্কর । অনূর্ধ্ব -১৬ (মেয়েদের) ১০০ মিটার দৌড় – ১ম -জানম আক্তার, ২য়- ফেরদৌসী ইয়াসমিন , ৩য়- মিনারা বেগম। অনূর্ধ্ব -১৪ (মেয়েদের) ২০০ মিটার দৌড় – ১ম -নাজমিন আক্তার, ২য়- জানম আক্তার, ৩য়- মাম্পি লস্কর।অনূর্ধ্ব -১৪ (ছেলেদের) ২০০ মিটার দৌড় – ১ম -সাহিদ আহমেদ লস্কর, ২য়- বাবুল আহমেদ লস্কর, ৩য়- আজিজুর ইসলাম । অনূর্ধ্ব -১৬ (ছেলেদের) ২০০ মিটার দৌড় – ১ম -গৌরব সিং, ২য়- সাহেদ আক্তার লস্কর, ৩য়-রোশন আলম বড়ভূইয়া । অনূর্ধ্ব -১৬ (মেয়েদের) ২০০ মিটার দৌড় – ১ম -শেফালি বেগম মজুমদার, ২য়- ফেরদৌসী ইয়াসমিন , ৩য়-মিনারা বেগম । অনূর্ধ্ব -১৪ (মেয়েদের) লংজাম্প – ১ম -সামিনা বেগম, ২য়-ইমরানা বেগম, ৩য়- স্টারমিন আক্তার। অনূর্ধ্ব -১৬ (মেয়েদের) শটপুট – ১ম  শেফালি বেগম, ২য়-রোহিনা বেগম ,৩য়- ফেরদৌসী ইয়াসমিন। অনূর্ধ্ব -১৬ (ছেলেদের) হাইজ্যাম্প – ১ম -গৌরব সিং, ২য়- জাবেদ আক্তার, ৩য়- আসাদুজ্জামান। অনূর্ধ্ব -১৬ (মেয়েদের) হাইজ্যাম্প – ১ম -ফেরদৌসী ইয়াসমিন, ২য়- শেফালি ইয়াসমিন।
রবিবার আরও বেশ কয়েকটি ইভেন্টের খেলা হবে বলে জানিয়েছেন স্থানীয় প্রধান পরিচালক বদরউদ্দিন মজুমদার। এদিকে, সোনাইতে প্রথম বারের মত এমন প্রতিযোগিতার আয়োজন৷

এর জন্য সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলা ক্রীড়া সংস্হার সভাপতি বাবুল হোড়েল হাতে বিশেষ স্মারক তুলে দেওয়া হয়। স্মারক উপহারটি তুলে দেন সোনাই ক্রিকেট সংস্থার সভাপতি জেএম কবীর লস্কর ( সাহার) ও কার্যকরী সভাপতি সবুর আহমেদ মজুমদার (টুকন)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker