Barak UpdatesHappeningsBreaking News
সেলফ অ্যাসেসমেন্ট : নাগরিকদের সংগ্রামী অভিনন্দন
ওয়েটুবরাক, ১২ সেপ্টেম্বর : শিলচরের জনতার গণরায়কে মেনে নিয়ে আসাম সরকার পুরকর বৃদ্ধির প্রক্রিয়া সাময়িক বন্ধ রাখতে বাধ্য হয়। সরকারের এই সিদ্ধান্ত গ্রহণে শহরের নাগরিকদের সংগ্রামী অভিনন্দন জানিয়েছে মার্চ ফর সায়েন্স, শিলচর চাপ্টার।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদ সহ চারটি সংগঠনের পক্ষ থেকে মার্চ ফর সায়েন্স গত কয়েক দিন শিলচর শহরের নাগরিকদের পুরসভা কর্তৃক প্রদান করা সেলফ অ্যাসেসমেন্ট ফর্ম জমা না দিতে যে আহ্বান জানানো হয়েছিল, তাতে সাড়া দিয়ে শহরের নাগরিকেরা তা জমা দেননি। ফলে শহরের ৯৫ শতাংশ জনগণের রায়ের কাছে মাথানত করতে বাধ্য হয় আসাম সরকার। ভবিষ্যতে গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করতে শহরের নাগরিকেরা এভাবে এগিয়ে আসবেন বলে আশা ব্যক্ত করে মার্চ ফর সায়েন্স, শিলচর চাপ্টার।