India & World UpdatesHappeningsCultureBreaking News
সেরা ডকুমেন্ট্রি শর্ট, অস্কার জিতল ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’
ওয়েটুবরাক, ১৩ মার্চ : অস্কার জিতল তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। ‘সেরা ডকুমেন্ট্রি শর্ট’ বিভাগে পুরস্কার জিতল এই ভারতীয় ছবি। পরিচালক কার্তিকি গঞ্জালভিজ। প্রযোজক গুনিত মঙ্গা। এক অনাথ হাতির গল্প নিয়ে এই তথ্যচিত্র৷ ২০২২ সালে ছবিটি ওটিটিতে মুক্তি পায়।
গুনিত মঙ্গা টুইটারে লেখেন, “ভারতীয় প্রযোজক হিসেবে এই প্রথম কেউ অস্কার পেল। দুজন নারীর জয় এটা। এখন কাঁপছি।” প্রযোজক গুনিত ও পরিচালিক কার্তিকি দু’জনেই মহিলা। শুভেচ্ছা উপচে পড়েছে তাঁদের টুইটে।
অস্কার পেল ‘অবতার দ্য ওয়ে অব ওয়াটার’ও। সেরা ভিজুয়াল এফেক্টস বিভাগে এই ছবি পুরস্কার জিতে নেয়। ভারতে ব্যাপক ব্যবসা করে এই ছবি।
তবে শ্রেষ্ঠ তথ্যচিত্র বিভাগে বাংলার ছেলে শৌনকের ডকুফিল্ম ‘অল দ্যাট ব্রিদস’ মনোনয়ন পেলেও অস্কার এল না তাঁর কাছে। ওই বিভাগে শ্রেষ্ঠ ছবি হিসেবে নির্বাচিত হল ‘নাভালনি’।