India & World UpdatesHappeningsBreaking News

গতি ১৬০ কিমি! সেমি-হাই স্পিড ট্রেন সার্ভিসের উদ্বোধন ২০ অক্টোবর

ওয়েটুবরাক, ১৩ অক্টোবর : দেশে খুব শীঘ্রই চালু হতে চলেছে সেমি-হাই স্পিড ট্রেন সার্ভিস! দিল্লি-গাজিয়াবাদ-মিরাট প্রথমে তা শুরু হবে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২০ অক্টোবর এই ফাস্ট রেল সার্ভিস উদ্বোধন করবেন৷ এই সেমি-হাই-স্পিড রেল পরিষেবা দিল্লি এনসিআর অঞ্চলের ট্রানজিট চেহারা একেবারে বদলে দেবে বলে আশা করা হচ্ছে৷ উদ্বোধনী ট্রেনটি গাজিয়াবাদের সাহেবাবাদ থেকে দুহাই ১৭ কিমি যাবে৷ এই ট্রেনটি সম্ভবত একজন মহিলা পাইলট  চালাবেন।

Rananuj

মোদির উদ্বোধনের আগে আগামী দুই-তিনদিনের মধ্যেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ফাস্ট রেল সার্ভিসটি ইন্সপেকশন করবেন।

উল্লেখ্য, দিল্লি-মিরাট সেকশনটি হল ৮২.১কিলোমিটার দীর্ঘ করিডোরের প্রথম বিভাগ৷  ২০২৫ সাল নাগাদ পুরো বিভাগ সম্পূর্ণরূপে চালু করা হবে বলে আশা করা হচ্ছে।

ট্রায়ালের সময় সাহিবাদ থেকে দুহাই মাত্র ১২ মিনিটে কভার করে৷ ওই সময়ের মধ্যে তিনটি স্টেশনে দাঁড়ায়ও৷ ট্রেনটি ১৬০ কিলোমিটার  গতিতে চলে রেকর্ড করে। ট্রায়াল চলাকালে সকাল ৬টা থেকে ১১টার মধ্যে ১৫ মিনিটের ব্যবধানে খালি ট্রেনটি চালানো হয়েছিল৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker