NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

সিত্রাং-এর জেরে রেল ও বিমান পরিষেবা বিঘ্নিত উত্তরপূর্বে

২৫ অক্টোবর : তিন চারদিন আগে থেকেই খবর ছিল, প্রবল বেগে উত্তরপূর্বের দিকে ধেয়ে আসছে সিত্রাং। এই ভয়াবহ সাইক্লোনের প্রকোপে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও করেছিল আবহাওয়া দফতর। বাস্তবেও সোমবার বিকেলের দিকেই ঝড় আছড়ে পড়ে। কিছু কিছু এলাকায় তো সোমবার সকাল থেকেই টানা বৃষ্টিপাত হয়েছে।

সিত্রাং-এর আশঙ্কায় রেল ও বিমান সেবা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। সোমবার সকাল থেকে এ পর্যন্ত ১০টি বিমান বাতিল করা হয়েছে। রেল বিভাগকেও কড়া সতর্কতা জারি করা হয়। কলকাতা ও আগরতলার মধ্যে সংযোগকারী তিনটি বিমান এবং শিলং ও আইজলের সঙ্গে আগরতলার সংযোগকারী দুটি বিমান বাতিল করা হয়েছে। আবহাওয়া প্রতিকূল থাকায় বিমান চলাচলে অসুবিধার কথা চিন্তা করেই এগুলো বাতিল করা হয়েছে। ইম্ফল থেকে শিলং, দিল্লি ও আগরতলার বিমানও বাতিল করা হয়।

তাছাড়া কলকাতা-ইম্ফল-ডিব্রুগড় এবং ডিব্রুগড়-ইম্ফল-কলকাতা বিমান দুটিও খারাপ আবহাওয়ার জন্য চলাচল করছে না। বিমানবন্দর কর্তৃপক্ষের একটি সূত্র জানিয়েছে, ঘণ্টায় ঘণ্টায় পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

উত্তরপূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গেছে, সিত্রাং-এর জন্য আগরতলা ও সাব্রুমের মধ্যে চলাচলকারী দুটি ট্রেন ও আগরতলা ও ধর্মনগরের মধ্যে চলাচলকারী দুটি ট্রেন বাতিল করা হয়। এন এফ রেলওয়ের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি ও ডিমা হাসাও জেলায় পেট্রোলিং বাড়ানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker