NE UpdatesHappeningsBreaking News
সেনা-আধা সেনার গতিবিধির উপরে ‘নিষেধাজ্ঞা, বহাল রাখল নাগাল্যান্ডের কনিয়াকরা
ওয়েটুবরাক, ১৫ ডিসেম্বর: কেন্দ্র ও নাগা সংগঠনগুলির মধ্যে শান্তি আলোচনার চূড়ান্ত পর্ব এখন বিশ বাঁও জলে। সেনা কমান্ডোদের হঠকারি পদক্ষেপ, এলোপাতাড়ি গুলিচালনার জেরে নাগাল্যান্ডের পরিস্থিতি এখনও থমথমে। আগে আশা করা হচ্ছিল, বড়দিনের আগেই আলোচনা পর্ব শেষ হবে৷ এখন তেরো যুবকের প্রাণহানির প্রেক্ষিতে হপ্তাব্যাপী শোক পালন শেষ হলেও সেনা-আধা সেনার গতিবিধির উপরে নিষেধাজ্ঞা তুলল না নাগাল্যান্ডের মন জেলার কনিয়াক জনগোষ্ঠী। বরং নিরাপত্তাবাহিনীর সঙ্গে সম্পূর্ণ অসহযোগিতার ডাক দেওয়া হয়েছে৷ সে জেলায় বড়দিনের সব ধরণের উৎসব, বনভোজন, ভোজসভা এবং অন্যান্য বিনোদনও বাতিল করা হয়েছে।
সেনার গুলিতে নিহতদের জন্য পাঠানো সরকারি ক্ষতিপূরণের প্রথম কিস্তির টাকা আগেই ফিরিয়ে দিয়েছেন গ্রামবাসীরা। এ বার কনিয়াকদের সব সংগঠন একজোট হয়ে ঘোষণা করেছে, যতদিন না নাগাল্যান্ড থেকে আফস্পা প্রত্যাহার করা হচ্ছে, সেখানে নিরাপত্তাবাহিনীর টহলদারি চলবে না। মন জেলার আর সেনায় নিয়োগের প্রক্রিয়া চালানো যাবে না। কোনও কনিয়াক তরুণ সেনায় যোগদানের পরীক্ষায় অংশ নেবেন না। নিরাপত্তাবাহিনীকে শিবির তৈরি বা অন্য যে কোনও কাজে মনের যে সব স্থানীয় গ্রামবাসী জমি দিয়েছেন তাঁদের নির্দেশ দেওয়া হয়, অবিলম্বে সব লিজ বাতিল করতে হবে। অর্থাৎ জেলায় নিরাপত্তাবাহিনীর কোনও ঘাঁটিই থাকা চলবে না।
ভারতীয় সেনার সঙ্গে জনতার সব ধরণের সম্পর্ক ছিন্ন করা হবে। এমনকী সেনার তরফে কোনও গ্রাম পরিষদ, ছাত্র সংগঠনকে দেওয়া কোনও উন্নয়ন প্রকল্প বাবদ সাহায্য গ্রহণ করা হবে না। সেনা বা সরকারের তরফে দেওয়া সব ধরণের প্যাকেজ ও সাহায্যও ফিরিয়ে দেবেন কনিয়াকরা। কনিয়াক এলাকাগুলিতে সব গাড়ি, দফতর, শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদের প্রতীক হিসেবে কালো পতাকা উড়তেই থাকবে।