India & World UpdatesHappeningsBreaking News
সেনাপ্রধানের বৈঠক থেকে বেরিয়েই সারজিস-হাসনাত মতভেদ
ওয়েটুবরাক, ২৪ মার্চ: ছাত্রদের তৈরি জাতীয় নাগরিক পার্টির দুই প্রধান কর্তা হাসনাত আবদুল্লা ও সারজিস আলমের সঙ্গে সেনা প্রধানের বৈঠক ঘিরে বাংলাদেশের রাজনীতি এখন সরগরম। সেনাপ্রধানের বক্তব্যে দুই নেতা পুরো বিপরীত প্রতিক্রিয়া প্রকাশ করছেন। হাসনাত যত বিক্ষুব্ধ, ততটাই ঠাণ্ডা মাথায় সেনাপ্রধানের বক্তব্যকে স্বাভাবিক বলে যুক্তি দেখাচ্ছেন সারজিস।
ওই বৈঠকে সেনাপ্রধান জানিয়ে দেন, দেশে নির্বাচন করতে চাইলে একটি রিফাইন্ড আওয়ামি লিগ প্রয়োজন। হাসনাত আবদুল্লা সোশ্যাল মিডিয়ায় বলেছেন সেনাপ্রধান আওয়ামি লিগকে রাজনীতিতে টেনে আনতে চাপ দিয়েছিলেন। সারজিস বলছেন, সেনাপ্রধান যা বলেছিলেন তাকে চাপ দেওয়া বলা যায় না।
হাসনাতের বক্তব্য হল, সেনাপ্রধানকে তাঁরা বলেছিলেন যে দল ক্ষমা চায়নি, অপরাধ স্বীকার করেনি, সেই দলকে কীভাবে ক্ষমা করে দেবেন? ওই কথা শুনে সেনাপ্রধান রেগে যান এবং মুখের উপরে বলে দেন, তোমরা কিস্যু জানো না। তোমাদের কোনও জ্ঞান নেই, পরিপক্কতা নেই। আমরা এই কাজ করছি চল্লিশ বছর ধরে, তোমাদের বয়সের থেকেও তা বেশি।
অন্যদিকে, সারজিসের বক্তব্য হল সেনাপ্রধান রেগে গিয়ে ওই কথা বলেছেন বলে আমার মনে হয় না।