Barak UpdatesHappeningsCulture
সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্রের বার্ষিক সমাবর্তন শিলচরে

ওয়ে টু বরাক, ১৩ ফেব্রুয়ারি : সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্রের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান ‘বরাক ২০২৫’ গত ১১ ফেব্রুয়ারি শিলচরের বঙ্গভবনে অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে বহু ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও সম্মানিত অতিথিরা উপস্থিত ছিলেন। ঐতিহ্যবাহী উদ্বোধনী সংগীতের মাধ্যমে এ দিন দুপুরে সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্রের সভাপতি অরিজিৎ চক্রবর্তী।
তাঁর বক্তব্যের পর উপস্থিত বিশিষ্ট অতিথিরা একে একে বক্তব্য রাখেন। এঁদের মধ্যে ছিলেন বিশেষ অতিথি শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং দুই অতিথি আসাম বিশ্ববিদ্যালয়ের মণিপুরি বিভাগের প্রধান অধ্যাপক এইচ ননীকুমার সিংহ ও বিশ্ববিদ্যালয়ের ভিজ্যুয়াল আর্টস-এর বিভাগের সহকারী অধ্যাপক গণেশ নন্দী। এঁরা প্রত্যেকেই ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন এবং তাদের মধ্যে উৎসাহ জাগিয়ে তোলেন।
এ দিন সমাবর্তন অনুষ্ঠানের অঙ্গ হিসেবে পাঁচশ-র বেশি শিক্ষার্থী স্নাতক শংসাপত্র গ্রহণ করেন। এছাড়া সংস্কৃতি ও শিক্ষাক্ষেত্রে অনন্য অবদান রাখা দু’শ-র বেশি শিক্ষক-শিক্ষিকাকে শিক্ষক-রত্ন সম্মান প্রদান করা হয়। অনুষ্ঠানে চারটি বিদ্যালয়ের পড়ুয়ারা নৃত্য পরিবেশন করে। সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্রের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, এই বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান ‘বরাক’ ২০২৫ (১ম পর্ব) শুধুমাত্র একটি শংসাপত্র প্রদান অনুষ্ঠান নয়, বরং এটি শিক্ষার মহোৎসব। এই অনুষ্ঠান ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতকে আরও উজ্জ্বল ও সাফল্যমণ্ডিত করে তুলতে সাহায্য করবে।