Barak UpdatesHappeningsSportsBreaking News
সুপার ডিভিশন দখলে রাখল ইন্ডিয়া ক্লাব
ওয়েটুবরাক, ১০ জানুয়ারি : সুপার ডিভিশন নিজেদের দখলে রাখল ইন্ডিয়া ক্লাব। মঙ্গলবার দিন-রাতের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ২১৭ রান সংগ্রহ করে ইন্ডিয়া ক্লাব । জবাবে ব্যাট করতে নেমে ইউনাইটেড ক্লাব সব উইকেট হারিয়ে ১৬৮ রান করতে সক্ষম হয়। অপরাজেয় থেকে চ্যাম্পিয়ন হলো শহরের এই পুরনো ক্লাব।ফাইনালে যান্ত্রিক গোলযোগের জন্য কিছু সময় আলোআধারিতে ছিল শিলচর ডিএসএ। কিছু সময় বন্ধ ছিল খেলা।
প্রথমে ব্যাট করতে নেমে ইন্ডিয়া ক্লাব সব উইকেট হারিয়ে ২১৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বাধিক ৬৭ রান করেন মানস গগৈ। এছাড়া উল্লেখ করার মতো রান পেলেন অভিষেক দেব (২৫), অমিত যাদব (২১), যোগেশ্বর ভূমিজ (২২), রেহান জমিল মজুমদার (১৪) ও প্রশান্ত সনোয়াল(১২)। ইউনাইটেডের অভিজিৎ সিনহা রায় তিনটি, অভয়কুমার যাদব, চন্দ্রদীপ দাস ও সাদেক ইমরান চৌধুরী দুটি করে উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে ইউনাইটেড ১৬৮ রানের বেশি করতে পারেনি। অধিনায়ক সাদেক ইমরান চৌধুরী দলের পক্ষে সর্বাধিক ৩৫ রান করেন। এছাড়া ৩৩ রান আসে অভয়কুমার যাদবের ব্যাট থেকে।
ব্যাটিঙের পাশাপাশি বোলিঙে দুটি উইকেট পাওয়ায় ম্যাচের সেরা হলেন যোগেশ্বর ভূমিজ। আসরেরও সেরা খেলোয়াড় হলেন তিনি।