NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

সুপারি সিন্ডিকেটের জাকির হোসেন কাছাড় পুলিশের জালে, দীপঙ্কর-কার্তিক গুয়াহাটিতে

ওয়েটুবরাক, ১৬ ফেব্রুয়ারি : বার্মিজ সুপারি সিন্ডিকেটের জাল ছিন্নবিচ্ছিন্ন করতে সরকার যে দৃঢ়প্রতিজ্ঞ, একের পর এক অভিযান চালানোয় তা স্পষ্ট হয়ে গিয়েছে৷ আর তা শুধু কাছাড় বা বরাক উপত্যকায় নয়, গোটা রাজ্যের সুপারি-মাথাগুলিকে গুঁড়িয়ে দিতে সরকার আঁটঘাট বেঁধেই নেমেছে৷ তাই আজ বুধবার একদিকে বার্মিজ সুপারি সিন্ডিকেটের বড় মাথাগুলির অন্যতম জাকির হোসেন লস্করকে জালে পুরেছে টিম রমনদীপ৷ অন্যদিকে ধৃত দীপঙ্কর দেব ও কার্তিক পালকে এ দিন গুয়াহাটিতে নিয়ে গিয়েছে সিটি পুলিশ৷ আদালতের প্রডাকশন ওয়ারেন্ট নিয়ে তাদের সঙ্গে করে পুলিশ দলটি এ দিনেই রওয়ানা হয়ে গিয়েছে৷ অন্য মামলায় গুয়াহাটিতে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে৷

কাছাড়ের পুলিশ সুপার রমনদীপ কৌর জানিয়েছেন, ভাগাবাজারের বাসিন্দা ৪১ বছর বয়সী জাকিরকে গ্রেফতার করেছেন তাঁরা৷ পৃথক এক সূত্র অবশ্য দাবি করেছে, গ্রেফতারের ক্ষমতা হয়নি পুলিশের, জাকির পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে৷ তবে অনেকেরই অভিমত, ধরুক কিংবা আত্মসমর্পণ করাক, পুলিশেরই কৃতিত্ব৷ উপযুক্ত চাপ সৃষ্টির দরুনই তাকে এখন পুলিশের জিম্মায় থাকতে হচ্ছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

Close
error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker