Barak UpdatesHappeningsBreaking News
সুদর্শন গুপ্তের স্মৃতিতে মেধা পরীক্ষা আয়োজন ইয়াসির
ওয়ে টু বরাক, ১৮ আগস্ট : পূর্ব সূচি অনুযায়ী রবিবার সকালে অনুষ্ঠিত হলো সুদর্শন গুপ্ত স্মারক আন্তঃবিদ্যালয় মেধা পরীক্ষা। স্থানীয় কাছাড় কলেজে অনুষ্ঠিত এই মেধা পরীক্ষার আয়োজক ছিল ইয়ুথ অ্যাগেনস্ট সোশ্যাল ইভিলস তথা ইয়াসি। এতে বেশ কয়েকটি স্কুলের পড়ুয়ারা অংশ নেয়। উদ্যোক্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ১৭০ জন এতে যোগ দিয়েছিল।
সকালে খুব সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়েই মেধা পরীক্ষা শুরু হয়। প্রতিযোগিতা আয়োজন কমিটির আহ্বায়ক বন্দিতা ত্রিবেদী রায় মেধা পরীক্ষা আয়োজনের উদ্দেশ্য পড়ুয়াদের বুঝিয়ে দেন। সংগঠনের প্রধান সঞ্জীব রায় যার নামে এই আয়োজন, সেই বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক ও সমাজদরদী প্রয়াত সুদর্শন গুপ্ত সম্পর্কে পরীক্ষার্থীদের জানান। এরপর ইয়াসির কর্মকাণ্ড নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা তথা বিশিষ্ট সাংবাদিক তমোজিত ভট্টাচার্য। আরেক উপদেষ্টা উত্তম কুমার সাহা মেধা পরীক্ষা গুরুত্বের কথা উল্লেখ করে পড়ুয়াদের মনোনিবেশ করতে জোর দেন। এরপর প্রয়াত সুদর্শন গুপ্তের ছেলে শুভং গুপ্ত মেধা পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র উন্মোচন করে এর সূচনা করেন। ছিলেন সুদর্শন গুপ্তের স্ত্রী মৌমিতা গুপ্ত-ও।
এ দিন দুটি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক-বিভাগে পঞ্চম থেকে সপ্তম এবং খ-বিভাগে অষ্টম থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীরা অংশ নেয়। পরীক্ষা হয় একশো প্রশ্নের। প্রতিটি এক নম্বরের। কোনও নেগেটিভ নম্বর নেই। এর আগে এই প্রতিযোগিতাকে সফল করে তুলতে ইয়াসির কর্মকর্তারা শহরের বিভিন্ন বিদ্যালয়ে যোগাযোগ করেন। সঞ্জীব রায় জানিয়েছেন, এ বার সুচারুভাবে এই মেধা পরীক্ষা হয়েছে। আগামী বছরও একইভাবে তা আয়োজন করা হবে। অনুষ্ঠানের শেষে ইয়াসির পক্ষ থেকে ইনভিজিলেটরদের সম্মান জানানো হয় ইয়াসির পক্ষে।