India & World UpdatesHappeningsBreaking News
সীতারাম ইয়েচুরির জীবনাবসান
ওয়েটুবরাক, ১২ সেপ্টেম্বরঃ ফুসফুসে গুরুতর সংক্রমণ নিয়ে ১৯ আগস্ট ভর্তি হয়েছিলেন দিল্লির এইমসে। কিন্তু চিকিৎসকদের তিন সপ্তাহের সমস্ত চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার বিকালে প্রয়াত হলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বয়স হয়েছিল ৭২ বছর।
এইমস-এর তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, গত ১৯ অগাস্ট থেকে নিউমোনিয়ার কারণে দিল্লি এইমসে ভর্তি ছিলেন সীতারাম ইয়েচুরি। ১২ সেপ্টেম্বর দুপুর ৩টে ৫ মিনিটে তাঁর মৃত্যু হয়। গবেষণার জন্য তাঁর মৃতদেহটি পরিবারের তরফে দিল্লি এইমস হাসপাতালকে দান করা হয়েছে।
১৯৫২ সালের ১২ আগস্ট ইয়েচুরির জন্ম। জেএনইউতে পড়ার সময়ে বাম রাজনীতির হাতেখড়ি। এরপর সিপিএমের সদস্যপদ গ্রহণ করে পুরো সময়ের জন্য রাজনীতি করার সিদ্ধান্ত নেন। ধাপে ধাপে উঠে আসেন দলের একেবারে প্রথমসারিতে। ২০১৫ সালে কোঝিকোড় পার্টি কংগ্রেসে সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি।
দলের অন্দরে বরাবরই প্রকাশ কারাতের চরমপন্থী নীতির বিরোধিতা করেছেন ইয়েচুরি। কেন্দ্রে কংগ্রেসে নেতৃত্বাধীন ইউপিএ সরকারকে সমর্থনের প্রশ্নেও বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। সিপিএমে ‘বেঙ্গল লাইনে’র পক্ষে ছিলেন ইয়েচুরি। ২০০৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলা থেকে নির্বাচিত হয়ে রাজ্যসভার সাংসদ ছিলেন।