Barak UpdatesHappenings
সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলাফলে ১০০ শতাংশ পাশ মহর্ষি বিদ্যামন্দিরে
১৩ জুলাই : সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এর উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভাল ফলাফল হয়েছে শিলচর মহর্ষি বিদ্যমন্দিরে। সোমবার প্রকাশিত ফলাফলে বিজ্ঞান, কলা ও বাণিজ্য, এই তিনটি শাখায়ই বিদ্যামন্দিরে পাশের হার একশ শতাংশ। এক বিবৃতিতে স্কুলের অধ্যক্ষা শমিতা দত্ত জানিয়েছেন, এ বছর বিদ্যমন্দির থেকে বিজ্ঞানে ৪৮, কলা বিভাগে ৩৮ ও বাণিজ্য শাখায় ৪৪ পড়ুয়া বসেছিল দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষায়। তার মধ্যে সব পরীক্ষার্থী উত্তীর্ণ হয়ে স্কুলের সুনাম বাড়িয়েছে। স্কুলের মধ্যে ৯৫ শতাংশ নম্বর পেয়ে বিজ্ঞানে যুগ্মভাবে প্রথম হয়েছে কল্যানব্রত কর ও অপরূপা দে। ৯৪ শতাংশ পেয়ে দ্বিতীয় কল্পজিত রায় এবং অভিনব ঘোষ ৯৩ শতাংশ পেয়ে তৃতীয় হয়েছে।
কলা শাখায় যুগ্মভাবে প্রথম স্থানে রয়েছে অরুন্ধতী দত্ত ও দিব্যা পাণ্ডে। তাঁরা দুজনই সর্বমোট ৯৫ শতাংশ পেয়ে পাশ করেছে। যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে প্রীতি ভার্মা ও অনন্যা পুরকায়স্থ। ৯৪ শতাংশ পেয়েছে তারা। এই শাখায় ৯৩ শতাংশ নম্বর পেয়ে যুগ্মভাবে তৃতীয় হয়েছে বিন্দিয়া ভট্টাচার্য ও তৃষিতা রায়। শুভম তরাত ৯০ শতাংশ পেয়ে প্রথম হয়েছে বাণিজ্যে। ৮৮ শতাংশ পেয়ে মৈনাক চক্রবর্তী হয়েছে দ্বিতীয়। বাণিজ্য শাখায় ৮৭ শতাংশ পেয়ে মোট চার পড়ুয়া তৃতীয় স্থানে রয়েছে। তারা হল অন্বেষা রায় চৌধুরী, আদিত্য মিশ্র, কুণাল দে ও সৌমিত্র দত্তচৌধুরী।
অধ্যক্ষা আরও জানান, অনেকেই একাধিক বিষয়ে ৮০ শতাংশের বেশি নম্বর পেয়ে মেধার পরিচয় দিয়েছে। তার মধ্যে ইংরেজিতে ১১১, ফিজিক্সে ১২, কেমেস্ট্রিতে ২৫ , অংকে ২৫, রাষ্ট্রবিজ্ঞানে ১৮, বায়োলজিতে ২৭, কম্পিউটার সায়েন্স ৮, একাউন্টেন্সিতে ১৩, বিজনেস স্টাডিজে ২৫, ইকোনোমিকসে ২৬, আইপি-তে ১৩, হিস্টোরিতে ২৩, জিওগ্রাফিতে ১৯, হিন্দিতে ১১ ও ফিজিক্যাল এডুকেশনে ৪৮ পড়ুয়া ৮০ শতাংশের বেশি পেয়েছে। ফলাফলে খুশি ব্যক্ত করে প্ৰত্যেক ছাত্রছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন শমিতা দত্ত। তাছাড়া, পড়ুয়াদের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন স্কুলের বাকি শিক্ষক-অশিক্ষক কর্মচারীও।