Barak UpdatesHappeningsBreaking News
সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা, কঠোর পদক্ষেপ দাবি
ওয়েটুবরাক, ৩০ জুন : শিলচরের পঞ্চায়েত রোড ও কলেজ রোড এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টার সাথে জড়িত ব্যক্তি ও সংগঠনের বিরুদ্ধে প্রশাসনের শক্তিশালী পদক্ষেপ গ্রহণের দাবি জানায় নাগরিক অধিকার রক্ষা সমন্বয় সমিতি, আসাম। সংগঠনের চেয়ারম্যান, আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তপোধীর ভট্টাচার্য বলেন, বরাক উপত্যকার জনগণের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার প্রচেষ্টাকে রুখে দিতে যখন ঐক্যবদ্ধ গণতান্ত্ৰিক আন্দোলন গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হচ্ছে, ঠিক তখনই কতিপয় সমাজবিরোধীকে দিয়ে সাম্প্রদায়িক সংঘর্ষ বাঁধানোর অপচেষ্টা শুরু হয়েছে। তিনি বলেন, জনগণের ন্যায়সঙ্গত গণতান্ত্রিক আন্দোলন দমনে পুলিশের তৎপরতা সাম্প্রতিক কালে পরিলক্ষিত হলেও সাম্প্রদায়িক শক্তিগুলোর অশুভ কার্যকলাপ দমনে তাদের ভূমিকা নিয়ে জনগণের মনে যথেষ্ট সন্দেহ রয়েছে। সংগঠনের পক্ষ থেকে বরাক উপত্যকার জনগণকে কোনও ধরনের উস্কানিমূলক বক্তব্যে বিভ্রান্ত না হয়ে শান্তি, সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রাখতে আহ্বান জানানো হয়।