Barak UpdatesBreaking News
সাম্প্রদায়িক উত্তেজনা যেন না ছড়ায়, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
একদিকে নিজাম ও সুখেন্দু, অন্যদিকে কংগ্রেস ও বিজেপি। তাই ঘটনা জেনেই উদ্বিগ্ন হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। ফোন করেন দলের প্রদেশ মুখপাত্র রাজদীপ রায়, জেলা সভাপতি কৌশিক রাইকে। বারবার শুনিয়ে দেন, ভোটের মুখে একে যেন সাম্প্রদায়িক ইস্যু করা না হয়। কোনও ধরনের উত্তেজনাকর ঘটনার ব্যাপারেও তাঁদের সতর্ক থাকতে বলে দেন তিনি। তারই ফলশ্রুতিতে মৃতদেহের পাশে সারাক্ষণ ছিলেন কৌশিক রাই, বিধায়ক কিশোর নাথ। দীর্ঘপথ হাঁটেন রাজদীপ রায়ও।
সকালেই তাঁর বাড়িতে ছুটে গিয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ। মৃতদেহ নিয়ে মিছিল ঘটনাস্থল পেরনোর সময় পরিত্যক্ত ঘরটিকে ঘিরে ক্ষোভ দেখা দেয়। চলে ইট-পাথরের ঢিল ছোঁড়া। দুয়েকজন আগুনে জ্বালিয়ে দেওয়ার কথা বলছিল। কিন্তু পুলিশ-সিআরপির সঙ্গে সমান ততপর ছিলেন বিজেপির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। পরে মিছিলে যোগ দেন তিন বিধায়ক আমিনুল হক লস্কর, মিহিরকান্তি সোম ও অমরচাঁদ জৈন। তাঁরা সকলের কাছে শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
পুলিশ তদন্তে নেমেছে, ৫জনকে আটক করেছে। দ্রুত মূল দুষ্কৃতীকে চিহ্নিত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তাঁরা আশ্বস্ত করেন। পুলিশ সুপার মুগ্ধজ্যোতি মহন্ত জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে রাজনীতি বা সাম্প্রদায়িকতার সম্পর্ক নেই বলেই প্রাথমিক তদন্তে স্পষ্ট হয়েছে।