India & World UpdatesHappeningsBreaking News
সাতসকালে ফের কেঁপে উঠল মাটি
কলকাতা, ৬ মার্চ : সোমবার সকালে ভূমিকম্প অনুভূত হল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির প্রতিবেদন অনুসারে সকাল ৭টা ৫ মিনিটে কেঁপে ওঠে মাটি। রিখটার স্কেলে এর প্রাবল্য ছিল ৫.০। আন্দামান নিকোবর দ্বীপ এলাকার ১০ কিলোমিটার গভীরতায় এর কেন্দ্র বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। তবে এ পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
অনুরূপ ধরনের ভূমিকম্প পাকিস্তানে অনুভূত হওয়ারও খবর এসেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪.৩। দেশের ভূকম্প কার্যকলাপ নিরীক্ষণের জন্য থাকা কেন্দ্র সরকারের নোডাল এজেন্সির তথ্য অনুযায়ী, গুজরাটের দ্বারকা থেকে ৪৩১ কিলোমিটার উত্তর পাকিস্তানে এই ভূমিকম্প সংঘটিত হয়েছে। ভোর ৬.৩২ মিনিটে এই কম্পন অনুভূত হয়। এর আগে জম্মু-কাশ্মীরের বান্দিপোরা জেলায় ৩.৯ রিখটার স্কেলে কম তীব্রতার ভূ-কম্প অনুভূত হয়েছে। তাছাড়া ২৮ ফেব্রুয়ারি মণিপুরের ননী জেলায় ৩.২ প্রাবল্যের ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানায় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।