India & World UpdatesHappeningsBreaking News
সাংসদদের বিশেষ সুবিধা ঘোষণা করে ফিরিয়ে নিল এইমস
ওয়েটুবরাক, 22 অক্টোবরঃ সাংসদদের জন্য বিশেষ সুবিধার কথা ঘোষণা করে প্রবল সমালোচনার মুখে পিছু হঠলেন দিল্লির এইমস কর্তৃপক্ষ। কিছু দিন আগেই দেশের সাংসদদের জন্য বিশেষ সুবিধার কথা জানিয়েছিল এইমস। এই ঘোষণা অনুসারে হাসপাতালের বহির্বিভাগ এবং জরুরি বিভাগে চিকিৎসার ক্ষেত্রে অগ্রাধিকার পেতেন তাঁরা। এই বিশেষ সুবিধার খুঁটিনাটি জানিয়ে সম্প্রতি লোকসভার যুগ্ম সচিবকে চিঠি পাঠিয়েছিলেন এইমসের ডিরেক্টর। তার পরেই শোরগোল পড়ে যায়।
চিঠিতে তিনি জানিয়েছিলেন, কোনও সাংসদ বা সাংসদের তরফে পাঠানো ব্যক্তি বহির্বিভাগে চিকিৎসা করানোর জন্য অনলাইনে আবেদন করলে তাঁকে লাইনে দাঁড়িয়ে পরিচয়পত্র দেখাতে হবে না। এমনকি জরুরি বিভাগে এঁদের কেউ চিকিৎসা করাতে গেলে সরাসরি বিভাগীয় প্রধান তাঁদের চিকিৎসার তত্ত্বাবধান করবেন।
প্রতিদিন সকাল থেকেই বহির্বিভাগের সামনে রোগীদের লম্বা লাইন পড়ে। লাইন ভেঙে ভিআইপিদের জন্য ‘বিশেষ সুবিধা’ দিতে গিয়েই বিপাকে পড়তে হল এইমস কর্তৃপক্ষকে। শেষে ওই চিঠি প্রত্যাহার করে নিতে হয়। কর্তৃপক্ষ একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, “এইমস কখনও রোগীদের আর্থ-সামাজিক অবস্থান পৃথক করে দেখে না। বরং, সর্বাধিক গরিবের সর্বাধিক কল্যাণের জন্যই সর্বদা নিয়োজিত থাকেন তাঁরা।”