NE UpdatesHappeningsBreaking News

সাংবাদিক সম্মেলন করে বদলি নগাঁওর এসপি আনন্দ মিশ্র, ধ্রুবকে দায়িত্ব

ওয়েটুবরাক, ১০ ফেব্রুয়ারি : নগাঁওয়ের প্রাক্তন ছাত্রনেতাকে গুলিতে জখম করা ঠিক হয়নি, অতিরিক্ত মুখ্যসচিব পবনকুমার বরঠাকুর তাঁর তদন্ত রিপোর্টে মঙ্গলবারই এ কথা জানিয়ে দিয়েছেন৷ তাঁর সুপারিশ মেনে অভিযুক্ত সাব-ইন্সপেক্টর প্রদীপ বানিয়াকে বুধবারই সাসপেন্ড করেছেন এসপি আনন্দ মিশ্র৷ কিন্তু গুলিবিদ্ধ কীর্তিকমল বরুয়াকে নির্দোষ বলে মানতে নারাজ তিনি৷ সাংবাদিক সম্মেলন ডেকে বারবার বলেন, বরঠাকুর কমিশন মামলাটি সিআইডি-কে দিতে বলায় ভালই হয়েছে৷ তাঁরা ঠিক খুঁজে বার করবেন, ঘটনার দিন ড্রাগস কারবারি জাকির হোসেনের সঙ্গে কীর্তি কী করছিলেন, জাকিরকে পেটানোর সময় কেন কীর্তি পুলিশকে বাধা দিয়েছিলেন৷

তাঁর দাবি, কীর্তি নিজেই ড্রাগসের কারবারি, নইলে চাঁদা নিয়ে ড্রাগস কারবারিদের সুরক্ষা দেয়৷ এতে নগাঁও জুড়ে নতুন করে ক্ষোভ শুরু হয়৷ রাজ্যের বিভিন্ন স্থানে ছাত্র সংগঠনগুলি প্রতিক্রিয়ায় সরব হয়৷ এর পরই এসপি আনন্দ মিশ্রকে নগাঁও থেকে বদলি করা হয়৷ পরবর্তী কর্মস্থল না জানিয়ে তাঁকে ডিজিপি অফিসে রিপোর্ট করতে বলা হয়েছে৷

এ দিকে, নগাঁওয়ের এসপি-র দায়িত্ব নিতে অ্যাডিশনাল এসপি ধ্রুব বরা-কে নির্দেশ দেওয়া হয়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker