India & World UpdatesHappeningsBreaking News
সস্ত্রীক করোনায় আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য
১৮ মে : করোনায় আক্রান্ত হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। একইসঙ্গে তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যও করোনা পজিটিভ। প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিতসা বাড়িতে হলেও মীরা দেবীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। তাঁর শ্বাসকষ্ট জনিত সমস্যা হওয়াতেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুদিন আগে মীরা ভট্টাচার্যের শারীরিক সমস্যা হওয়ায় তাঁর কোভিড টেস্ট করানো হয়। ওই সময় বুদ্ধদেব বাবুরও টেস্ট করা হয়। এরপর তাদের দুজনেরই রিপোর্ট পজিটিভ আসে।
উল্লেখ্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দেশের বিশিষ্ট বামপন্থী নেতা বুদ্ধদেব ভট্টাচার্য গত কিছুদিন থেকেই অসুস্থ রয়েছেন। তাঁর এমনিতেই শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। ফলে তাঁকে অক্সিজেন দিতে হয়। এ বার কোভিড ধরা পড়ায় স্বভাবতই তাঁর শারীরিক অবস্থা নিয়ে সবাই উদ্বিগ্ন।