Barak UpdatesHappeningsCultureBreaking News
সম্মিলিত মঞ্চের উদ্যোগে গানের কর্মশালা শুরু
ওয়ে টু বরাক, ৪ এপ্রিল : সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের ‘ঐক্যের পঁচিশ’ অনুষ্ঠানের অঙ্গ হিসেবে মঙ্গলবার থেকে শুরু হয়েছে সঙ্গীত কর্মশালা। এই কর্মশালার পরিচালনায় রয়েছেন আগরতলা থেকে আসা বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী শক্তি চক্রবর্তী। শিলচর সার্কিট হাউস রোডের আশীর্বাদ ভবনে এই কর্মশালা আগামী ৮ এপ্রিল পর্যন্ত চলবে।
এ দিন সন্ধ্যায় প্রদীপ জ্বেলে এই কর্মশালার সূচনা করেন আমন্ত্রিত প্রশিক্ষক ছাড়াও সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সভাপতি শেখর দেবরায়, দুই সহ-সভাপতি মনোজ দেব ও সুবীর ভট্টাচার্য, মঞ্চের অভ্যর্থনা সমিতির চেয়ারম্যান সুব্রত ভট্টাচার্য, সম্পাদক সমরেন্দ্র দেব। এরপর মঞ্চের পক্ষ থেকে অতিথিদের বরণ করা হয়। বক্তব্য রাখেন শেখর দেবরায়, সুব্রত ভট্টাচার্য ও শক্তি চক্রবর্তী।
পরে প্রশিক্ষক শক্তি চক্রবর্তীর পরিচালনায় প্রশিক্ষার্থীরা কর্মশালায় অংশগ্রহণ করেন। এই কর্মশালাকে বাস্তব রূপ দিতে মঞ্চের পক্ষে সম্পাদক অজয় রায়, হৃষিকেশ চক্রবর্তী, অপু সূত্রধর, সত্যজিত বসু, অরুন্ধতী দত্তরায় প্রমুখ বিশেষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।