Barak UpdatesHappeningsBreaking News
সম্পন্ন হলো আর এক প্রস্ত গুণোৎসব
ওয়েটুবরাক, ১৯ ফেব্রুয়ারি : রাজ্যে তৃতীয় পর্যায়ের গুণোৎসব শেষ হলো। ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিদ্যালয়গুলির গুণগত শিক্ষার মানদণ্ড মূল্যায়ন করা হলো। ১৫ ফেব্রুয়ারি বিদ্যালয়ে অভ্যন্তরীণ মূল্যায়নের পর বৃহস্পতিবার থেকে চলে বর্হিমূল্যায়ন। গুণগত শিক্ষার মানদণ্ড নিশ্চিতকরণের লক্ষ্যে রাজ্যের নয়টি জেলায় গুণোৎসব প্রক্রিয়া চলল। এই পর্যায়ে রাজ্যের ১১ হাজার ৯১৫ টি বিদ্যালয়ের মূল্যায়ন প্রক্রিয়ায় ১১ লক্ষ ৯৪ হাজার ৮৫৬ জন শিক্ষার্থীর শৈক্ষিক দক্ষতা সহ বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের মূল্যায়ন করলেন ৪ হাজার ৮১৮ জন বর্হিমূল্যায়ক। এদিকে, কাছাড় জেলায় এ বছর গুণোৎসবে ২ হাজার ১৬৩ টি বিদ্যালয়ের ২ লক্ষ ৫০ হাজার ৩৮৭ জন শিক্ষার্থীর শৈক্ষিক দক্ষতা সহ বিদ্যালয়ের মানদণ্ডের মূল্যায়ন করলেন ৮৮৭ জন বর্হিমূল্যায়ক। কাছাড় জেলায় গুণোৎসব প্রক্রিয়ায় আইএস, আইপিএস অফিসার, বিভিন্ন কলেজের অধ্যাপক সহ বিভিন্ন সরকারি বিভাগের আধিকারিকরা বর্হিমূল্যায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মূল্যায়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ করলেন রাজ্য সরকারের প্রিন্সিপাল সেক্রেটারি জিডি ত্রিপাঠি, আইপিএস অফিসার আনন্দ মিশ্র। নাজির পট্টি মডেল প্রাইমারি স্কুলে মূল্যায়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো।