Barak UpdatesHappeningsBreaking News
সমলিঙ্গ বিবাহের দরখাস্ত খারিজ করার দাবিতে স্মারকপত্র ভিএইচপি-র
ওয়ে টু বরাক, ২৮ এপ্রিল ঃ সমলিঙ্গ বিবাহের দরখাস্ত খারিজ করার দাবিতে সুপ্রিম কোর্টের মুখ্য ন্যায়াধীশের উদ্দেশে স্মারকলিপি প্রদান করল বিশ্ব হিন্দু পরিষদ। সোশিয়েল ম্যারেজ অ্যাক্ট ১৯৫৪ কে সংশোধন করে সমলিঙ্গ বিবাহের অনুমতি দেওয়ার জন্য দায়ের করা বিভিন্ন দরখাস্তের ওপর ৫ জনের ডিভিশন বেঞ্চ গঠন করে সুপ্রিম কোর্টে হিয়ারিং চালানো হচ্ছে।
বিষয়টি নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্তের তরফে শুক্রবার কাছাড়ের জেলাশাসকের মাধ্যমে সুপ্রিম কোর্টের মুখ্য ন্যায়াধীশের উদ্দেশে একটি স্মারকলিপি প্রেরণ করা হয়। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার তরফে শান্তনু নায়েক জানান, সুপ্রিম কোর্ট ও লেজিসলেটিভ সহ এক্সিকিউটিভের কী কাজ রয়েছে তা ভারতীয় সংবিধানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্ট নিজে আইন তৈরি করার প্রয়াস করলে ভারতীয় সংবিধানের পুরো পরিকাঠামো ওলট-পালট হয়ে যাবে বলে মনে করছেন ভিএইচপির কর্মকর্তারা। তাই সমলিঙ্গ বিবাহের বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে বলে এ দিন আশা প্রকাশ করেছেন সংস্থার কর্মকর্তারা। কারণ সুপ্রিম কোর্ট যদি সমলিঙ্গ বিবাহের মান্যতা দিয়ে দেয়, তাহলে পুরো ভারতবর্ষের সংস্কার ও সংস্কৃতি সম্পূর্ণরূপে ভেঙে পড়বে। তাই সমস্ত বিষয় গুরুত্ব সহকারে বিবেচনা করে সমলিঙ্গ বিবাহের দরখাস্তকে খারিজ করার দাবি জানিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা।