India & World UpdatesHappeningsBreaking News
সব ভারতীয়দের হজযাত্রা বাতিল করল কেন্দ্র সরকার
১৫ জুন : শেষমেশ ভারতীয়দের জন্য বাতিলই হয়ে গেল হজযাত্রা। গতবারের মতো এবারেও হজ যাত্রার অনুমতি দিল না কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের অধীনস্থ হজ কমিটি বাতিল করে দিয়েছে এবারে হজ যাত্রার সমস্ত আবেদন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, কয়েক হাজার আবেদন বাতিল করা হয়েছে। মূলত শুধু দেশেই নয়, বিশ্বজুড়ে করোনা সংক্রমণ যেহেতু এখনও পর্যন্ত স্বস্তিদায়ক জায়গায় পৌঁছায়নি, তাই সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে হজ কমিটির পক্ষ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে।
এছাড়াও এবারে হজ যাত্রা বাতিলের অন্যতম কারণ হল, সৌদি আরব বাইরের কোনও দেশের নাগরিককে তাদের দেশে গিয়ে হজের অনুমতি দেয়নি। সৌদি আরব সরকার সিদ্ধান্ত নিয়েছে, একমাত্র তাদের দেশের নাগরিকরাই হজে যেতে পারবেন। সেক্ষেত্রেও জারি করা হয়েছে একাধিক কঠোর নিয়ম। জানা গিয়েছে, তাদের দেশের মাত্র ১৪৪২ জনের বেশি কেউই হজ করতে যেতে পারবেন না। পাশাপাশি বাইরের দেশের কাউকেই হজে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। মূলত সৌদিতে বাইরের দেশের হজ যাত্রীদের প্রবেশ ঘটলে ফের করোনা সংক্রমণ ভয়াবহ আকারে ছড়িয়ে পড়তে পারে এই আশঙ্কা করছে সৌদি সরকার। আর সেই আশঙ্কার কারণেই এই কঠিন পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার।
সৌদি আরবের তরফে সেদেশের নাগরিকদের ক্ষেত্রে হজ যাত্রার জন্য একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সৌদি আরবের বাসিন্দা হিসেবে ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে যাদের বয়স, একমাত্র তাঁরাই হজ যাত্রায় অংশ নিতে পারবেন, তবে সেক্ষেত্রে যারা একমাত্র করোনার টিকা নিয়েছেন শুধুমাত্র তাঁরাই এবারে হজে যাওয়ার অনুমতি পাবেন। আর সৌদি সরকারের অনুমতি না মেলায় স্বাভাবিকভাবেই এবারেও হজ যাত্রীদের হজ যাত্রার আবেদন বাতিল করতে হয়েছে কেন্দ্রীয় সরকারকে।