Barak UpdatesHappeningsBreaking News
সন্ধান মিলেছে, সাঁতার কেটে বাংলাদেশে চলে গেলেন করিমগঞ্জের অভিজিৎ দাস
ওয়েটুবরাক, ২২ নভেম্বর : দিনের আলোয় করিমগঞ্জ শহরের উন্মুক্ত নদী সীমান্তে দিয়ে কুশিয়ারা নদীতে সাঁতার কেটে বাংলাদেশে চলে গেলেন করিমগঞ্জের এক যুবক।
করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানার রাঙামাটি এলাকার নিশিন্দ্র দাসের ছেলে অভিজিত দাস গত আঠার নভেম্বর তারিখে ঘর থেকে বের হয়ে আর ফিরে যাননি। পরিবারের লোকজন সন্ধান না পেয়ে বাজারিছড়া থানায় জানান। সোমবার তারা সামাজিক মাধ্যমে জানতে পারেন, এক যুবক কুশিয়ারা নদীতে সাঁতার কেটে বাংলাদেশে চলে গিয়েছে।তারপর ভিডিও দেখে তারা নিশ্চিত হন, ওই যুবকই তাদের ছেলে অভিজিত। উপায়হীন পরিবারের লোকজন ছুটে যান বিধায়ক কৃষ্ণেন্দু পালের কাছে। বিধায়ক পুলিশ সুপার পদ্মনাভন বরুয়াকে বিষয়টি অবগত করান। পরিবারের লোকেরাও পুলিশ সুপারকে অভিজিতকে উদ্ধার করে এনে দেওয়ার জন্য আবেদন জানান।
প্রশ্ন ওঠে, বিএসএফ-এর ডিউটি থাকা অবস্থায় কীভাবে কেউ সাঁতার কেটে বাংলাদেশে চলে যান? তাহলে করিমগঞ্জ জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত কতটুকু সুরক্ষিত ? গত এক সপ্তাহ পূর্বেও একই ভাবে বাংলাদেশ থেকে কুশিয়ারা নদীতে সাঁতার কেটে এক বাংলাদেশী নাগরিক করিমগঞ্জে ঢুকে পড়ে।পরে শহরের সুভাষনগর এলাকার লোকজন বাংলাদেশের যুবককে ধরে পুলিশকে দেয়।