NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
সন্তোষমোহন-মমতার ঘনিষ্ঠতারও একটা ইতিহাস আছে, বললেন সুস্মিতা
ওয়েটুবরাক, ১৯ আগস্টঃ কংগ্রেস থেকে তৃণমূলে গেলেও লিগ্যাসি ব্রেকের আশঙ্কা করছেন না প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। বললেন, কংগ্রেসে আমার তিন-চার প্রজন্মের লিগ্যাসি রয়েছে বটে, কিন্তু সন্তোষমোহন দেবের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়েরও একটা ইতিহাস রয়েছে। আর ওই ইতিহাস ধরে রেখেই তিনি ঘাসফুল ছড়ানোর সঙ্কল্প নিয়েছেন। অসমের প্রদেশ তৃণমূল সভাপতি বা ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নন, বরং তিনি আগের মতই সর্বভারতীয় সংগঠনে আগ্রহী বলেই ইঙ্গিত দেন। বলেন, কংগ্রেসে থাকাকালে তিনি জাতীয় পর্যায়েই ছিলেন। সেই সঙ্গে দাবি করেন, তাঁর এই দলবদল উত্তর-পূর্বের রাজনীতিতে একটা নতুন দিক উন্মোচন করতে পারে।
আজই তিনি তৃণমূল নেত্রী হিসেবে প্রথম শিলচরে আসেন। তাঁর দলত্যাগের পরই এখানকার বহু নেতা-কর্মী দলত্যাগ করেন। তাঁরাই আজ সুস্মিতা দেবকে বিমানবন্দর থেকে বরণ করে শহরে নিয়ে আসেন। সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের জেলা সাধারণ সম্পাদক ডা. এম শান্তিকুমার সিংহ। তিনি সারাক্ষণ নতুন নেত্রীর পাশেই ছিলেন। পরে কাছাড় ক্লাবে কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে শান্তিবাবু সুস্মিতা দেবের জন্য রাজ্যসভার সদস্যপদ দাবি করেন। তাঁর বক্তৃতা চলাকালেই তাতে আপত্তি জানান সন্তোষকন্যা। বলেন, কোনও শর্ত ছাড়া তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। কিছু চাইতে হলে তৃণমূল নয়, বিজেপিতেই যোগ দিতেন।
নিজেকে লম্বাদৌড়ের ঘোড়া বলে আগে কংগ্রেসে থাকার সময়েও বহুবার বলেছেন। আজ ফের তা উল্লেখ করেন। বলেন, তাতক্ষণিক কিছু চাই না তাঁর। কারণ তিনি লম্বাসময়ের জন্য তৃণমূলে রাজনীতি করতে এসেছেন।