Barak UpdatesHappeningsBreaking News

সনতের শেষকৃত্য সারলেন মধুরবন্দের পাঁচ মুসলমান যুবক, সংবর্ধনা

১৪ জানুয়ারি: অনেকদিন ধরে শিলচরের মধুরবন্দে থাকলেও সনতের পুরো নাম কারও কখনও জানা হয়নি৷ মূল বাড়ি বিহারে৷ কিন্তু ঘনিষ্ঠ কেউ নেই, এমনটাই বলতেন পরিচিতজনদের৷ ধর্মপ্রাণ হলেও মধুরবন্দে মুসলমানদের সঙ্গেই ছিল ওঠাবসা৷ গত ৩০ ডিসেম্বর এখানেই মৃত্যু হয় চিরকুমার সনতের৷ এ বার শেষকৃত্য কে করবেন! এগিয়ে গেলেন এলাকারই পাঁচ যুবক৷ শিলচর মেডিক্যাল কলেজে মৃতদেহ নিয়ে গিয়ে ময়নাতদন্ত সেরে শিলচর শ্মশানঘাটে কর্তৃপক্ষের সাথে কথা বলেন৷ তাঁরাই শেষে সনতের শেষকৃত্য সম্পন্ন করেন।

গত ১২ জানুয়ারি জাতীয় যুব দিবসে শিলচরের মধুরবন্দের  মাসুম আহমেদ মজুমদার, গোলাম মহম্মদ ইমতিয়াজ মজুমদার, শাহিল আহমেদ মজুমদার, নজমুল হুসেন মজুমদার, হিলাল উদ্দিন মজুমদারকে সামাজিক ঐক্য স্থাপনে উল্লেখযোগ্য ভূমিকা পালনের জন্য সম্মাননা প্রদান করে ‘মার্চ ফর সায়েন্স, শিলচর চাপ্টার’। ‘কাছাড় স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। ক্লাবঘরে অনুষ্ঠানের শুরুতে মার্চ ফর সায়েন্স-এর পক্ষ থেকে বক্তব্য তুলে ধরেন হিল্লোল ভট্টাচার্য, কমল চক্রবর্তী, কাছাড় স্পোর্টিং ক্লাবের সম্পাদক আব্দুল হাই লস্কর এবং অনুষ্ঠানের মুখ্য অতিথি শিলচর সরকারি বালক বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ দীপঙ্কর চন্দ।

তারা বলেন, দেশে বর্তমানে যখন মানুষে মানুষে বিভেদ সৃষ্টিতে ক্রমাগত উস্কানি দেওয়া হচ্ছে, ঠিক সেই মুহূর্তে এ ধরনের কাজ মানুষের মধ্যে ঐক্য স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দীপঙ্কর চন্দ এও বলেন,  মানবতার উপরে কোনো কিছুই নেই,পাঁচটি যুবক মানবতা রক্ষার লক্ষ্যেই এই কাজ করেছে। মধুরবন্দের কাছাড় স্পোর্টিং ক্লাবের সম্পাদক আব্দুল হাই লস্কর বলেন, ভালো কাজে বিভেদ থাকে না, খারাপ কাজে বিভেদের জন্ম হয়। ঐক্যবদ্ধ সমাজ মানব জাতিকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করে। কমল চক্রবর্তীর কথায়, ছোট ছোট কাজের মধ্য দিয়ে বড় কাজের সূচনা হয়। তাদের এই কাজ ভবিষ্যতে আরও বড় কাজ করার প্রেরণা জোগাবে। অনুষ্ঠানের শেষে তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। সংবর্ধিতদের পক্ষে তাদের অনুভূতি তুলে ধরেন শাহিল আহমেদ মজুমদার৷

অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন কবি তমোজিৎ সাহা, সমাজকর্মী খাদেজা বেগম লস্কর, মধুমিতা দেব, তুতন দাস সহ ক্লাবের কর্মকর্তারা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker