Barak UpdatesHappeningsBreaking News

সংগ্রামী মা দীপালি চাষাকে রোটারি পিঙ্কের সংবর্ধনা

২৯ জানুয়ারি: দীপালি চাষা—- এক সংগ্রামী মায়ের নাম৷ অল্প বয়সে বিধবা হয়ে চা বাগানে পাতা তোলা শুরু করেন৷ নিজে কোনওদিন স্কুলের বারান্দায় পা মাড়াননি, কিন্তু দুই পুত্রকে পড়িয়েছেন৷ তীব্র সঙ্কটেও ছেলেদের তিনি রোজগারের দিকে ঠেলে দেননি৷ এরই সুবাদে ছোট ছেলে অনেকদিন আগেই পুলিশে চাকরি পেয়েছেন৷ বড় ছেলে বিক্রম এ বার এসিএস  হয়েছেন৷

ওই রত্নগর্ভাকেই গত ২৫ জানুয়ারি সন্ধ্যায় সংবর্ধিত করল রোটারি ক্লাব শিলচর পিঙ্ক৷ মহিলা রোটারিয়ানদের এই সংস্থার পক্ষে উত্তরীয় পরিয়ে তাঁর হাতে স্মারক, শংসাপত্র, চাদর সহ অন্যান্য উপহার সামগ্রী তুলে দেন সভাপতি বিজয়লক্ষী দাসচৌধুরী৷ সঙ্গে ছিলেন রোটারিয়ান চন্দনা পুরকায়স্থ, সমিতা দত্ত, পর্ণশ্রী ভট্টাচার্য, মৌসুমী রায়, পূজা পাটোয়া ও অলকা দেব৷ একই অনুষ্ঠানে রোটারি পিঙ্কের নতুন সদস্যপদ গ্রহণ করেন শিক্ষিকা রাখি রায়৷ চন্দনা পুরকায়স্থ তাঁকে সদস্যের পরিচিতি সূচক লেবেন পিন পরিয়ে দেন৷

দীপালি চাষা জানান, ৯ বছর ধরে সুখেই সংসার চলছিল তাঁদের৷ আচমকা স্বামীর মৃত্যু বিরাট চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছিল৷ একে ধোয়ারবন্দে বাবার বাড়ির সঙ্গে চা বাগানের কোনও সম্পর্ক ছিল না৷ দ্বিতীয়ত, স্বামী অ্যাম্বুলেন্স চালাতেন বলে তিনি পাতা সংগ্রহ বা বাগানের কোনও কাজে জড়াননি৷ কিন্তু ছেলেদের পড়ার কথা ভেবে বিধবা হতেই দুটি পাতা একটি কুড়ি সংগ্রহে নামেন৷

এতদিনে তাঁর সব দুঃখকষ্টের অবসান ঘটেছে, জানালেন দীপালিদেবী৷ এখন আর তাঁকে বাগানের কাজে যেতে হয় না৷ রোটারিয়ানরা জানান, এমন সংগ্রামী মহিলাকে সম্মান জানাতে পেরে তাঁরাও সম্মানিত বোধ করছেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker