Barak UpdatesCultureBreaking News
সংক্রান্তিতে শিলচরে কীর্তনাশ্রয়ের নগর সংকীর্তন
১৪ জানুয়ারি : শুক্রবার পৌষ সংক্রান্তির সকালে শিলচর শহরে এক নগর সংকীর্তনের আয়োজন করে কীর্তনাশ্রয়। পূর্ব ঘোষণা অনুযায়ী, এ দিন সকালে শহরের নরসিংটোলা মাঠ থেকে এই নগর সংকীর্তন বেরোয়। শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে এই কীর্তন নরসিংটোলা মাঠে এসে শেষ হয়।
বিভিন্ন আঙ্গিকের কীর্তনের গানের পাশাপাশি লুটের গানও শোনা গেছে অংশগ্রহণকারীদের কণ্ঠে। সব মিলিয়ে ঢোল ও করতালে শীতের সকালে এক নান্দনিক পরিবেশের সৃষ্টি করেছেন কীর্তন প্রেমীরা।
কীর্তনাশ্রয়ের পক্ষ থেকে বলা হয়, কীর্তন বাঙালি সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে। আজকের আধুনিক যুগেও যাতে বাঙালির সেই চিরন্তন সংস্কৃতি হারিয়ে না যায়, সেজন্য একে বাঁচিয়ে রাখতে সংস্থা চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতি বছরই পৌষ সংক্রান্তির দিনে তারা নগর কীর্তনের আয়োজন করেন। এ বারও তার অন্যথা হয়নি। এ দিন এই নগর কীর্তনে অংশ নেন সমরবিজয় চক্রবর্তী, ভাস্কর দাস, অনিমেষ দেব, কানাই দাস, সন্তোষ চন্দ, প্রণব দাস প্রমুখ।