Barak UpdatesHappeningsBreaking News
শ্রীশ্রীঅম্বিকেশ্বর শিবমন্দিরে ভক্তদের ভিড়
ওয়েটুবরাক, ১৯ ফেব্রুয়ারি: সমগ্র রাজ্যের সঙ্গে শিলচরেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহাশিবরাত্রি পালন করা হয়। শিলচরের বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের পরিচালনায় ঐতিহ্যবাহী শ্রীশ্রীঅম্বিকেশ্বর শিবমন্দিরে শিব ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। শনিবার সন্ধ্যায় শিবরাত্রি উপলক্ষে মন্দিরে দীর্ঘ লাইন পড়ে। সন্ধ্যা থেকেই ভক্তপ্রাণ যুবতী-মহিলারা লাইনে দাঁড়ান। ছিলেন পুরুষ ভক্তরাও৷ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেব জানান, এবছর মন্দিরে ১৫-তম শিবরাত্রি পালন করা হচ্ছে। মন্দির প্রতিষ্ঠার পর থেকেই প্রতিবছর ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে ধুমধাম করে শিবরাত্রিতে পুজো হয়ে আসছে। শিব ভক্তরা আনন্দ উল্লাসের মধ্য দিয়ে শিবকে পূজা-অর্চনা করেন । অন্যান্য বছরের মতো এবারও বিভিন্ন স্থান থেকে মন্দিরে ভক্তরা পুজো দিতে এসেছেন৷
শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, বেলপাতা, ফুল দিয়ে পূজা করেন সবাই। মহা শিবরাত্রি উপলক্ষে সোমবার ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান বিশ্বজিৎ।