India & World UpdatesHappeningsBreaking News
শেষ জীবন যুদ্ধ, ২৪ বছর বয়সেই প্রয়াত ঐন্দ্রিলা
২০ নভেম্বর : শেষমেশ থেমে গেল যুদ্ধ। সবাইকে শোকাতুর করে চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। দীর্ঘ দিন ধরে একটানা লড়ে যাচ্ছিলেন। রবিবার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন টেলি অভিনেত্রী ৷ মাত্র ২৪ বছর বয়সেই থেমে গেল জীবনের পথচলা।
১ নভেম্বর ব্রেন স্ট্রোকের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী। শুরু হয়েছিল জীবন-মরণ লড়াইয়ের তৃতীয় ইনিংস। টানা ২০ দিনের লড়াইয়ে ক্লান্ত ঐন্দ্রিলা অবশেষে হার মানলেন। যে প্রেমকাহিনির সাক্ষী থেকেছে দর্শকেরা, সোশ্যাল মিডিয়া, সেই অনুরাগীদের কাছেও শেষ সময় ফিরতে ভোলেননি সব্যসাচী। পোস্টে লিখেছিলেন- কোনওদিন এটা লিখতে হবে ভাবিনি, আজ লিখলাম। ঐন্দ্রিলার জন্য প্রার্থনা করুন। মিরাকেলের জন্য প্রার্থনা করুন। অলৌকিক শক্তির জন্য প্রার্থনা করুন, সে প্রতিকূলতার বিরুদ্ধে লড়ছে, মানুষের চেষ্টার উর্দ্ধে।
কিন্তু শেষমেশ ঐন্দ্রিলা সবাইকে কাঁদিয়ে চলে গেলেন পরপারে। ১৯৯৭ সালের ৫ ফেব্রুয়ারি বহরমপুরে জন্মগ্রহণ করেন তিনি। ২০১৫ সালে উচ্চ মাধ্যমিকে পড়ার সময়ই তাঁর বোনম্যারু ক্যান্সার ধরা পড়ে। তখন কেমোথেরাপি নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন তিনি। ঝুমুর সিরিয়াল দিয়ে তাঁর অভিনয় জীবনের হাতেখড়ি। জিয়নকাঠিতে অভিনয় করে তিনি রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন। কিন্তু এ বার আর শেষরক্ষা হলো না। প্রয়াত হলেন তিনি।