India & World UpdatesHappeningsBreaking News
শীঘ্রই ভারত সফরে আসছেন রুশ প্রধান পুতিন

ওয়েটুবরাক, ২৮ মার্চ: ভারতে আসতে চলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবারই রাশিয়ার তরফ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পরে এটিই হবে পুতিনের প্রথম দিল্লিসফর।
রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন, ‘পুতিনের ভারত সফরের প্রস্তুতি শুরু হয়েছে।’ তবে ঠিক কোন সময়ে তিনি ভারতে আসবেন, সে ব্যাপার তিনি স্পষ্ট করেননি। লাভরভ বলেছেন, ‘প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রশাসনিক প্রধানের আমন্ত্রণ গ্রহণ করেছেন!’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুনর্নির্বাচিত হওয়ার পরে প্রথম বিদেশ সফর হিসেবে রাশিয়ায় গিয়েছিলেন। বিবৃতিতে সেকথার উল্লেখ করে লাভরভ বলছেন, ‘এবার আমাদের পালা।’
ভারত-রাশিয়া সম্পর্ক বরাবরই ভালো। তবে ইউক্রেন যুদ্ধের আবহে ভারতের আরও কাছে এসেছে রাশিয়া। আর নরেন্দ্র মোদি এবং ভ্লাদিমির পুতিনের বন্ধুত্বের সম্পর্কও আন্তর্জাতিক স্তরে সকলের জানা। গত অক্টোবরে ব্রিকস সম্মেলনে যোগ দিতে রাশিয়া গিয়েছিলেন নরেন্দ্র মোদি। গত জুলাইতেও ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে মস্কো যান ভারতের প্রধানমন্ত্রী।