Barak UpdatesHappeningsBreaking News
শিশু হত্যাকারীর ফাঁসি চায় ডিএসও, কমসোমল
৮ আগস্ট: কাজিডহরের পাঁচ মাসের শিশুর হত্যাকারীদের ফাঁসির দাবিতে শনিবার এআইডিএসও এবং কমসোমল-র কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এছাড়াও কিশোর-কিশোরীদের সংগঠন কমসোমল-এর আসাম রাজ্য কমিটির পক্ষ থেকে সারা রাজ্যে বিক্ষোভ প্রদর্শন করা হয় ।
বিকেল ৩টায় গুয়াহাটির ভাস্করনগরে কিশোর- কিশোরী সংগঠন কমসোমল-এর উদ্যোগে কাছাড় জেলার সোনাই থানার অন্তৰ্গত কাজিডহরের বাসিন্দা দেবজ্যোতি নাথ এবং লাভলি নাথের পাঁচ মাসের সন্তান ধ্ৰুৱজ্যোতিকে অপহরণ করে নৃশংসভাবে হত্যা করার লোমহৰ্ষক ঘটনার বিরুদ্ধে তীব্ৰ ক্ষোভ প্ৰকাশ করে প্ৰতিবাদী কাৰ্যসূচি পালন করা হয় । নৃশংস এবং হৃদয়বিদারক হত্যাকাণ্ডের বিরুদ্ধে অভিভাবক তথা কিশোর- কিশোরীরা বিক্ষোভে ফেটে পড়ে । হাতে হাতে প্লে- কাৰ্ড, ফেষ্টুন নিয়ে কাছাড় জেলার পাঁচমাসের শিশুর নৃশংস হত্যাকারীদের অতিশীঘ্ৰ ফাঁসি দেওয়া, শিশু হত্যা -অপহরণ বন্ধ করা, কিশোর-কিশোরীর নিরাপত্তা সুনিশ্চিত করা ইত্যাদি স্লোগান তুলে বিক্ষোভস্থল উত্তাল করে তোলে। উল্লেখ্য, কমসোমল-এর পক্ষ থেকে এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের ফাষ্ট ট্ৰেক আদালতে বিচার করে অতি শীঘ্ৰ ফাঁসি দেওয়ার দাবি উত্থাপন করা হয় । গুয়াহাটি ছাড়াও উত্তর লক্ষীমপুর, তেজপুর, নলবাড়ি, কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি, গোয়ালপাড়া ইত্যাদি জেলা সমুহে প্ৰতিবাদী কাৰ্যসূচি পালন করা হয় ।