NE UpdatesHappeningsBreaking News
শিশু নির্যাতন, চিকিৎসক দম্পতির বিরুদ্ধে পকসোও
ওয়েটুবরাক, ৮ মে: পালিত পুত্র ও কন্যা শিশুদের উপরে যৌন নির্যাতন, গুপ্তাঙ্গে গরম ইস্ত্রির ছেঁকা দেওয়া ও অন্যান্য অত্যাচার চালানোর অভিযোগে ধৃত গুয়াহাটির চিকিৎসক দম্পতিকে ৫ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। তাঁদের বিরুদ্ধে শিশুদের উপরে অত্যাচার চালানোর বিভিন্ন ধারার পাশাপাশি পকসো আইনেও মামলা রুজু করা হয়েছে। এই বিচারপ্রক্রিয়া যাতে দ্রুত সম্পন্ন হয় তার জন্য হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি পাঠাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। তিনি সোমবার জানান, শল্যচিকিৎসক ওয়ালিউল ইসলাম ও মনোচিকিৎসক সঙ্গীতা দত্তর তদন্তপ্রক্রিয়া তিনি নিজে তদারক করছেন। তিনি নিজে হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ জানাবেন যাতে বিশেষ আদালতে বিচার চালিয়ে ৬ মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করা হয়। তিনি পুলিশকে ৪৫ দিনের মধ্যে চার্জশিট জমা দিতে নির্দেশ দিয়েছেন৷