Barak UpdatesHappenings
শিশুর অধিকার সুরক্ষায় পরিযায়ী শ্রমিকদের কাজ দেওয়ার পরামর্শ
২০ জুন: শিশুদের অধিকার সুরক্ষার ওপর জোর দিলেন কমিশনের সদস্য, জেলাশাসক থেকে শুরু করে বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা৷ শনিবার জেলাশাসকের আহ্বানে এ বিষয়ে আলোচনা-পর্যালোচনা হয়৷ সেখানেই আসাম স্টেট কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটসের সদস্য অজয় দত্ত লকডাউনের প্রেক্ষিতে শিশুদের অধিকার সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেন৷ তিনি বলেন, শিশুদের অধিকার সুরক্ষার জন্যই পরিযায়ী শ্রমিকদের কাজ দিতে হবে৷ তাদের উপার্জনশীল রাখতে হবে৷ অজয়বাবু সেজন্য গ্রামোন্নয়ন বিভাগের কর্তাব্যক্তিদের বিশেষ দায়িত্ব নিতে বলেন৷ পাশাপাশি চা বাগানগুলিতে শিশুরা কী অবস্থায় আছে, সে দিকে নিয়মিত নজর রাখার ওপর গুরুত্ব আরোপ করেন৷
গ্রামোন্নয়ন বিভাগ ছাড়াও এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শিশু সুরক্ষা বিভাগ, চাইল্ডলাইন, সমাজশিক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ, টি অ্যাসোসিয়েশন, জেলা পরিষদ, খাদ্য ও গণবন্টন বিভাগের কর্তারা৷ জেলাশাসক কীর্তি জল্লি তাতে পৌরোহিত্য করেন৷ তিনি বলেন, সংশ্লিষ্ট বিভাগগুলিকে সমন্বিত প্রক্রিয়ায় এ ব্যাপারে কাজ করতে হবে৷ তিনি লকডাউনের প্রেক্ষিতে কাছাড়ে কোথাও শিশুরা অধিকারবঞ্চিত হচ্ছে কিনা, সেদিকে খেয়াল রাখতে সংশ্লিষ্টদের বলেন৷ সঙ্গে শিশুশ্রম ঠেকাতেও প্রয়োজনীয় পদক্ষেপের পরামর্শ দেন৷