Barak UpdatesAnalyticsBreaking News
শিলচর হলিক্রসে মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ ১১০ জনই প্রথম বিভাগে
ওয়ে টু বরাক, ২০ এপ্রিল : সেবা আয়োজিত এবারের মাধ্যমিক পরীক্ষায় প্রথম ৫ জনের মেধা তালিকায় বরাকের কেউ না থাকলেও কয়েকটি স্কুল অনেক ভাল ফল করেছে। এর মধ্যে শিলচর হলিক্রস স্কুলে পাশের হার যেমন একশো শতাংশ তেমনি বিষয়ভিত্তিক লেটার নম্বর পাওয়ার ক্ষেত্রেও এই স্কুল বরাকের সেরাদের মধ্যে অন্যতম। হলিক্রস স্কুল থেকে এবার মাধ্যমিকে ১১০ জন পরীক্ষায় বসেছিল। এই ১১০ জনের সবাই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। ডিস্টিংশন পেয়ে পাশ করেছে ৩৫ জন এবং স্টার মার্কস পেয়েছে ৪৫ জন।
হলিক্রসে মোট লেটার এসেছে ৪০৯টি। এর মধ্যে সমাজ বিজ্ঞানে সবচেয়ে বেশি ৮৮টি, ইংরেজিতে ৭৯টি, সাধারণ বিজ্ঞানে ৭৫টি, ঐচ্ছিক গণিতে ৪৬টি ও কম্পিউটার সায়েন্সে ৪৫টি লেটার এসেছে। ঐচ্ছিক গণিতে ১৪ জন স্টেট হাইয়েস্ট ১০০ নম্বর পেয়েছে। স্কুলের অধ্যক্ষ এক বিবৃতিতে স্কুলের এই সাফল্যের কথা জানিয়েছেন।