Barak UpdatesHappeningsBreaking News
শিলচর মেডিক্যালে কোভিড রোগীদের জন্য আরও ২৭৩ শয্যা
১৮ জুন : হালকা লক্ষণ থাকা কোভিড রোগীদের চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজে আরও ২৭৩টি শয্যা চালু করা হয়েছে। মেডিক্যাল কলেজের বেসিক সাইন্স বিল্ডিংটিকে প্রশাসনের ব্যবস্থাপনায় উপযোগী করে এই শয্যাগুলো চালু করা হয়েছে। এতে অক্সিজেন কনসেনট্রেটরের মাধ্যমে হালকা লক্ষণ থাকা কোভিড রোগীদের চিকিৎসা করা হবে।
জেলাশাসক কীর্তি জল্লি সম্প্রতি এই শয্যাগুলি ডিডিএম এর সহযোগিতায় উপযোগী করে তৈরি করার পর চালু করেন। এর ফলে মেডিক্যালের আইসিইউতে গুরুতরভাবে অসুস্থ রোগীদের চিকিৎসা করার কাজ সহজ হবে। মেডিক্যালে কোভিড রোগীর চিকিৎসা ক্ষেত্রে শয্যার ঘাটতি হলে প্রয়োজন বোধে মেডিক্যালের অ্যাকাডেমিক বিল্ডিংটি খুলে দেওয়া হবে বলে কলেজ কর্তৃপক্ষের তরফে প্রশাসনকে আশ্বাস দেওয়া হয়েছে। মেডিক্যালের আইসিইউতে গুরুতর অসুস্থ রোগীর জন্য অক্সিজেন সিলিন্ডার এবং কনসেনট্রেটর জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ থেকে দেওয়া হবে।
এ দিকে কোভিড রোগীদের সুবিধার্থে মেডিক্যাল কলেজের চক্ষু এবং সার্জারি ওয়ার্ডের শয্যা অক্সিজেন সরবরাহের সাথে সংযুক্ত করা হয়েছে। পাইপ এবং অন্যান্য জিনিসপত্র সম্প্রতি দিল্লি ও মুম্বাই থেকে এসে পৌঁছার ফলে মেডিক্যালে কোভিড রোগীদের ব্যবহারের জন্য আরও ৯২টি সাধারণ শয্যা অক্সিজেন শয্যা হিসেবে রূপান্তরিত করে চালু করা হয়েছে। পাশাপাশি মেডিক্যালে অক্সিজেন প্লান্ট-এর নির্মাণ ম্যানীফোল্ড রুম নির্মাণ, ৪০ শয্যার আইসিইউ সহ অন্যান্য পরিকাঠামোগত সুযোগ-সুবিধা ব্যবস্থা করার কাজ যুদ্ধকালীন গতিতে এগিয়ে চলেছে।