Barak UpdatesHappeningsBreaking News
শিলচর উইমেন্স কলেজের বাৎসরিক সামাজিক উৎসবে বেশ সাড়া
ওয়েটুবরাক, ১০ জানুয়ারি : শিলচর উইমেন্স কলেজের বাৎসরিক সামাজিক উৎসব সোমবার থেকে আরম্ভ হয়েছে।
সোমবার সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে সামাজিক উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন কলেজ পরিচালন সমিতির সভাপতি ড. শঙ্কর ভট্টাচার্য ও ভারপ্রাপ্ত অধ্যক্ষা ড. তৃপ্তি দাস। ছাত্রীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে বক্তব্য রাখতে গিয়ে ড. ভট্টাচার্য বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে সামাজিক সপ্তাহের বিরাট ভূমিকা থাকে, যেখানে ছাত্রছাত্রীরা তাদের দৈনিক শিক্ষা লাভের রুটিন থেকে বেরিয়ে খেলাধূলা ও সাংস্কৃতিক চর্চায় নিজেদের দক্ষতার প্রমাণ তুলে ধরে। তিনি এই কিছুদিন কলেজের ছাত্রীদের বিভিন্ন খেলাধূলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বলেন। অধ্যয়ন, অনুশীলনে মনোযোগের পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চা দেশের প্রতি নিজের দায়িত্ব পালনে ব্রতী হতে সাহায্য করে।
ড. তৃপ্তি দাস তাঁর বক্তব্যে বলেন, যদিও এবারে সামাজিক সপ্তাহ তিন-চার দিনের জন্য আয়োজিত হচ্ছে, ছাত্রীরা যাতে সবাই সব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উল্লেখ্য, কোভিড পরবর্তী সময়ে, ছাত্রীদের ও কলেজের শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীদের মধ্যে সামাজিক সপ্তাহ পালনে বিরাট উৎসাহ লক্ষ্য করা গেছে।