Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে ভোট পড়ল ৬৫.৫৭ শতাংশ, করিমগঞ্জে ৬৯.২৫
ওয়েটুবরাক, ২৬ এপ্রিল: আসামের শিলচর ও করিমগঞ্জ আসনে ভোট পড়ল ক্রমে ৬৫.৫৭ ও ৬৯.২৫ শতাংশ। বিকেল পাঁচটা পর্যন্ত এই হিসেব মিললেও তা শেষপর্যন্ত আরও কিছুটা বাড়বে৷ বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া বরাকের ভোটপর্বে বড়সড় অপ্রীতিকর কিছু ঘটেনি।
শিলচরে ৭টি বিধানসভা কেন্দ্র মিলিয়ে বুথের সংখ্যা ১১৫১। তার মধ্যে ২১০টি ছিল মহিলা পরিচালিত। এখানে যুদ্ধ মূলত বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য, তৃণমূল কংগ্রেসের রাধেশ্যাম বিশ্বাস ও কংগ্রেসের সূর্যকান্ত সরকারের মধ্যে। মোট ভোটারের সংখ্যা ১৩,৬৯,৫৭৮। প্রার্থীর সংখ্যা ৮।
করিমগঞ্জ আসনে মোট ভোটার ১৪ লক্ষ ১২ হাজার ২৩৯ জন। ইউডিএফের অভিযোগ, বিভিন্ন জায়গায় কংগ্রেস বুথ দখল ও রিগিংয়ের চেষ্টা করেছে। দক্ষিণ করিমগঞ্জের জাফরগ্রামে একটি বুথ দখলের চেষ্টা হলে পুলিশ বহিরাগতদের তাড়া করে।
বেশ কিছু কেন্দ্র থেকে ইভিএমে যান্ত্রিক সমস্যার খবর আসে।