Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে তৃণমূল লড়ল নোটার সঙ্গে, বিস্মিত নন সুস্মিতা
ওয়েটুবরাক, ৪ জুন: শিলচরে তৃণমূল কংগ্রেস লড়াইর ধারেকাছে নেই৷ কোনও বিধানসভা আসনে বা কোনও রাউন্ডে দলীয় প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস প্রথম বা দ্বিতীয় হতে পারেনি৷ এমনকী নোটার সঙ্গেও লড়তে পারলেন না তিনি৷
তৃণমূল সাংসদ সুস্মিতা দেব এই ফলাফলে মোটেই বিস্মিত নন৷ তিনি জানান, এ বার দেশ জুড়ে লড়াই হয়েছে মোদিকে ক্ষমতায় রাখা কি না রাখা ইস্যুতে৷ তাই বিজেপি বিরোধী কেউ নিজের ভোটটি নষ্ট করতে চাননি৷ যেভাবে পশ্চিমবঙ্গে মোদিবিরোধী প্রায় সব ভোট গিয়েছে তৃণমূলের ঝুলিতে৷ তাঁর কথায়, শিলচরে আমরা নতুন করে সংগঠন বিস্তার করছি৷ ভোটাররা বুঝে গিয়েছেন, এখনই তাদের পক্ষে জয়লাভ সম্ভব নয়৷ তাই কংগ্রেসকে ভোট দিয়ে জেতানোর চেষ্টা করেছেন তাঁরা৷