Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে জেলা কংগ্রেসের রোড মার্চ
ওয়েটুবরাক, ১৯ অক্টোবর : ধর্মের নামে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে শিলচর জেলা কংগ্রেস কমিটি আজ মঙ্গলবার ইন্দিরা ভবন থেকে ডিসি অফিস শিলচর পর্যন্ত ‘রোড মার্চ’ করে। জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ কুমার দের নেতৃত্বে বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, শিলচর পুরসভার প্রাক্তন সভাপতি তমালকান্তি বণিক, কাছাড় জেলা পরিষদের প্রাক্তন সভাপতি দিব্যজ্যতি বরুয়া, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সচিব সঞ্জীব রায়, সীমান্ত ভট্টাচার্য, সুজন দত্ত, বাবুল হোড়, অতনু ভট্টাচার্য, অভিজিৎ পাল, দেবদীপ দত্ত, ভাস্কর দাস, সজল দেব, জালাল আহমেদ মজুমদার, জাভেদ আখতার লস্কর, জুলফিকার মজুমদার, সঞ্চিতা আচার্য, প্রমুুখ তাতে অংশ নেন।
পরে এক প্রতিনিধি দল ভারতের রাষ্ট্রপতির উদ্দেশ্যে লেখা এক স্মারকলিপি কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লির হাতে প্রদান করেন৷ বাংলাদেশের জঘন্য কাণ্ডের পাশাপাশি আসামের গোলাঘাটের দুর্গাপূজা বন্ধ করে দেওয়ার ঘটনা নিয়ে তাঁরা ক্ষোভ প্রকাশ করেন। বিশেষ করে, বাংলাদেশের ঘটনায় ভারত সরকারকে কঠোর পদক্ষেপ করার আহ্বান জানায় কংগ্রেস।