Barak UpdatesSportsBreaking News
শিলচরে আসাম প্রিমিয়ার কাপ শুরু ২৯ শে
২৭ জানুয়ারি : শিলচরে আসাম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপ শুরু হবে ২৯ জানুয়ারি। জেলা স্তরের এই আসরেও অংশ নিচ্ছে আটটি দল। লিগ কাম নক আউট ভিত্তিক এই প্রতিযোগিতার ফাইনাল হবে আগামী ১১ ফেব্রুয়ারি। আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত জেলা ভিত্তিক এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পাবে এক লক্ষ টাকা। জোনাল পর্বের চ্যাম্পিয়ন দল পাবে দেড় লক্ষ টাকা। রানার্স দল পাবে এক লক্ষ টাকা। ইন্টার জোনাল পর্বের (মূল পর্বের) চ্যাম্পিয়ন দল ১৫ লক্ষ টাকা। রানার্স সাড়ে সাত লক্ষ টাকা। মূলপর্বের সেমিফাইনালের পরাস্ত দল পাবে ৫ লক্ষ টাকা করে। বুধবার এক সাংবাদিক বৈঠক করে শিলচরে অনুষ্ঠেয় ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপের নানা তথ্য পেশ করেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হোড়, সচিব বিজেন্দ্রপ্রসাদ সিং ও ক্রিকেট সচিব নিরঞ্জন দাস।
তৃণমূল স্তর থেকে খেলোয়াড় বের করার লক্ষ্যে আসাম ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ চালু করে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন । এটা তাঁদের তৃতীয় সংস্করণ। এসিএ-র পক্ষ থেকে আরও আগেই জানিয়ে দেওয়া হয়েছে , জেলা পর্বের ম্যাচ শেষ করতে হবে ২৩ ফেব্রুয়ারির মধ্যে। আর জোন্যাল পর্বের ম্যাচ শেষ করতে হবে ২৬ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চের মধ্যে। প্রত্যেকটি দলে অনূর্ধ্ব ১৯ ক্যাটাগরির চারজন করে খেলোয়াড় খেলাতে হবে। জেলা স্তরের আসরের জন্য ডি এস এ-কে এক লক্ষ টাকা দিচ্ছে ডি এস এ ।
সাংবাদিক বৈঠকে আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্রতিটি ম্যাচ হবে বোর্ডের ৫০ ওভারের ফরম্যাটে। খেলা হবে এস জি বলে। থাকবে তিনটি করে পাওয়ার প্লে।