Barak UpdatesHappeningsBreaking News
শিলচরের ১৪০টি জায়গায় রোগী দেখছেন ডাক্তাররা, তদারকিতে মিশন ডিরেক্টর
ওয়েটুবরাক, ২৮ জুন : কাছাড় জেলার ভয়াবহ বন্যা পরিস্থিতিতে প্রতিটি ওয়ার্ডে মেডিক্যাল ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় স্বাস্থ্য মিশন৷
আসামের মিশন ডিরেক্টর ডাঃ এম লক্ষ্মী প্রিয়া নিজে শিলচরে উপস্থিত হয়ে এ সংক্রান্ত একটি মেগা প্লেন প্রস্তুত করেন৷ এর জন্য গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক এবং শিলচর মেডিক্যাল কলেজের ২৮ জন চিকিৎসককে সঙ্গে নেওয়া হয়। তৈরি করা হয় ২৮টি টিম৷ প্রতিটি দলের জন্য একটি করে গাড়ি। ড. লক্ষ্মী প্রিয়া দলের নেতৃত্ব দেন এবং সকাল সকাল ২৮ টি দলের গতিবিধি পর্যবেক্ষণ করেন। সঙ্গে ছিলেন আসামের মেডিকেল এডুকেশন ডিরেক্টর ডাঃ অনুপ কুমার বর্মণ, কাছাড়ের যুগ্ম সঞ্চালক ডাঃ আশুতোষ বর্মণ, শিলচর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ বাবুল বেজবরুয়া, সুপারিনটেন্ডেন্ট ডাঃ অভিজিত স্বামী এবং এসএমডিসিএইচ-এর সুপারিনটেন্ডেন্ট ডাঃ অলোকানন্দা নাথ৷
সমস্ত দল সকাল ৭টার মধ্যে কাজে নেমে পড়েন এবং পরিকল্পনা অনুযায়ী শিলচর শহরের মোট ১৪০টি স্থানে শিবির হয় । মঙ্গলবার মোট ৭২১২জন রোগীর চিকিৎসা করা হয়। ক্যাম্পে কয়েকজন রোগীকে খুব অসুস্থ পাওয়া গেছে৷ দ্রুত ব্যবস্থা নেওয়া হয়৷ অ্যাম্বুলেন্সের সাহায্যে এসএমসিএইচ-এ পাঠানো হয়।