NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

শিলচরের আরেক ট্রেনে এলএইচবি কামরা, শিলচরের সাংসদ-বিধায়ক বললেন, অপ্রত্যাশিত

ওয়েটুববরাক,  ১১ নভেম্বরঃ শিলচরের আরেক ট্রেনে অত্যাধুনিক যাত্রীপরিষেবা যুক্ত এলএইচবি কামরা যুক্ত হল৷ সবুজ পতাকা নেড়ে লাল বর্ণের ঝকঝকে বাইশ কামরার সাপ্তাহিক বরাক-ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরুর সংকেত দিলেন সাংসদ ডা. রাজদীপ রায় ও বিধায়ক দীপায়ন চক্রবর্তী৷  সঙ্গে ছিলেন বদরপুর এরিয়া ম্যানেজার তেচি কুমার, শিলচরের স্টেশন সুপার দেবাশিস পালচৌধুরী৷ সেই পূর্বের সূচি মেনেই শনিবার রাত ৭টা ৫০ মিনিটে শিলচর থেকে ট্রেন এগিয়ে চলে নিউ তিনসুকিয়ার উদ্দেশে৷

সাংসদ রাজদীপ রায় বলেন, নতুন কামরায় যাত্রী নিরাপত্তায় অধিকতর গুরুত্ব দেওয়া হয়েছে৷ বিশেষ ভাবে ভাবা হয়েছে স্বাচ্ছন্দ্যের দিকটি৷  যাত্রীসুবিধার কথা বিবেচনা করে শিলচরেও এমন কামরা আসা একটা সময় ভাবাই যেত না৷ ব্রডগেজের জন্য এই অঞ্চলের মানুষকে ষাট বছর অপেক্ষা করতে হয়েছিল৷ তবু মোদি সরকারের আগে তা সম্ভব হয়নি৷ ২০১৪ সালে নতুন সরকার আসার পর এখন ব্রডগেজই শুধু নয়, ইলেকট্রিক লাইনও প্রস্তুত হয়েছে৷ আগামী দুই-তিন মাসের মধ্যে আগরতলা-শিলচর রুটে ইলেকট্রিক ট্রেন চলবে৷

বিধায়ক দীপায়ন চক্রবর্তীও তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে মোদি আমলে যোগাযোগ সহজতর হওয়ার বিষয়টিকে তুলে ধরেন৷ এই অঞ্চলের যাত্রীসুবিধার কথা গুরুত্ব সহ বিবেচিত হওয়ায় তিনি প্যাসেঞ্জারস অ্যানিমিটিজ কমিটির চেয়ারম্যান কৃষ্ণ দাস ও শিলচরের সাংসদ রাজদীপ রায়কে ধন্যবাদ জানান৷ সাংসদ-বিধায়ক এখানকার বিভাগীয় অফিসার-কর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন৷

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker