NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
শিলচরেও হবে কোটার মতো প্রশিক্ষণ, ডিব্রুগড়ে ঘোষণা হিমন্তের
ওয়েটুবরাক, ৩০ জানুয়ারি : কোটার অ্যালেন কেরিয়ার ইনস্টিটিউটের সঙ্গে অংশীদারিত্বে জেইই-এনআইআইটির জন্য আসামের ছাত্রছাত্রীদের বিশেষ প্রশিক্ষণ প্রদান শুরু করল রাজ্য সরকারের ইয়ুথ কমিশন৷ সোমবার ডিব্রুগড়ে এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা৷ সেখানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, একই ধরনের একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান শিলচরেও গড়ে তোলা হবে৷
ডিব্রুগড়ের অংশীদারিত্বের শর্তাদি উল্লেখ করে হিমন্ত জানান, প্রথম ৬০০ জন ছাত্রকে ছাড় দেবে অ্যালেন৷ কারও ১০০, কারও ৫০ শতাংশ, কারও বা আরও কম৷ কার কত ছাড় মিলবে, তা রাজ্য সরকার আয় ও মেধার ভিত্তিতে স্থির করবে৷ এর পর যাদের ভর্তি করা হবে, তাদের কাছ থেকে ফি আদায় করবে অ্যালেন৷ ডিব্রুগড়ে মোট পাঁচটি জেলার ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হবে৷ অঞ্চল ভিত্তিতে একেকটা প্রশিক্ষণ প্রতিষ্ঠান তৈরি করা হবে৷ সবকটিতে অ্যালেনের সঙ্গে চুক্তি নাও হতে পারে৷
মুখ্যমন্ত্রীর লক্ষ্য, ভর্তির ক্ষেত্রে সেন্ট্রাল পুলের যে সব আসনে সর্বভারতীয় পরীক্ষার ভিত্তিতে আসামের ডাক্তারি-ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্র পাঠানো হয়, সেখানে যাতে নিজের রাজ্যের ছাত্ররাই বেশি আসন পায়৷ তিনি বলেন, আসামের ছেলেমেয়েরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় এঁটে উঠতে পারে না৷ অনেকের আক্ষেপ, কোটায় গিয়ে পড়ার সামর্থ নেই তাদের৷ কোটার মতো প্রশিক্ষণ পায় না বলে এরা পেছনে পড়ে থাকে৷ এই আক্ষেপ দূর করতেই কোটার অ্যালেন কোচিঙের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে রাজ্য সরকারের ইয়ুথ কমিশন৷
হিমন্তের কথায়, কোটা না গিয়েও যাতে কোটার মতো প্রশিক্ষণ হয়, সে জন্যই এই ব্যবস্থা৷ তাঁর আশা, তাতে সুফল মিলবে৷