SportsBreaking News
করোনা মোকাবিলায় ১০ লক্ষ সাহায্য ঘোষণা পি ভি সিন্ধুরPV Sindhu donates Rs.10 lakh in fight against coronavirus
২৬ মার্চ : করোনা ভাইরাস মোকাবিলায় সারা বিশ্বের অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এ বার এই বিপজ্জনক সময়ে খেলার জগতের হয়ে সাহায্যে এগিয়ে এলেন ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু। তিনি এই মহামারিতে লড়ার জন্য ১০ লক্ষ টাকা সহায়তা রাশি দেওয়ার কথা ঘোষণা করলেন। তিনি অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা সরকারের তহবিলে ৫-৫ লক্ষ টাকা দান করেছেন।
I hereby donate an amount of Rs 5,00,000/- each (Rs five lakhs ) towards the "Chief Ministers Relief Fund"
for the States of Telangana and Andhra Pradesh to fight against COVID-19. @TelanganaCMO @AndhraPradeshCM— Pvsindhu (@Pvsindhu1) March 26, 2020
এর আগে সৌরভ গাঙ্গুলি, বজরঙ্গ পুনিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল এবং মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দেন। সিন্ধুর সহায়তা রাশি ঘোষণার পরই সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেটারদের সমালোচনা শুরু হয়েছে। কারণ বর্তমান ক্রিকেটারদের পক্ষে এ পর্যন্ত কেঊ সাহায্যে এগিয়ে আসেননি।
Please stay safe #stayhome We are a great nation and in this very difficult time let’s all fight together and overcome this #COVIDー19 pic.twitter.com/QWWzmxnw20
— Pvsindhu (@Pvsindhu1) March 25, 2020
এক সমর্থক টুইট করে লিখেন, ‘আমাদের দেশে ক্রিকেটাররা সব থেকে ধনী খেলোয়াড়। কিন্তু এখন প্রয়োজনের সময় কেউ এগিয়ে আসেননি। এই সময়ে তাদের সাহায্য করা উচিত, যারা সবসময় তাদের ভালবেসেছেন। বিরাট কোহলি, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনি, শচিন তেন্ডুলকর, সুরেশ রায়না কেউ এগিয়ে আসেননি। সিন্ধু, এই সাহায্যের জন্য আপনাকে ধন্যবাদ।’