Barak UpdatesHappeningsBreaking News
শিলচরেও খুলল অ্যাকাউন্টিং টেকনিশিয়ানের সার্টিফিকেট কোর্স
ওয়েটুবরাক, ১০ জানুয়ারিঃ ‘দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যাকাউন্টেন্টস অব ইন্ডিয়া’ অনুমোদিত অ্যাকাউন্টিং টেকনিশিয়ানের সার্টিফিকেট কোর্স এখন শিলচরে বসেই করা যাবে। পেন্টাকল সিস্টেমস প্রাইভেট লিমিটেড গুয়াহাটির পর শিলচরেও তাদের স্টাডি সেন্টার চালু করেছে। এই উপলক্ষ্যে আজ সোমবার মধ্যশহর হলঘরে এক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। তাতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দিলীপচন্দ্র নাথ। আসেন পেন্টাকল সিস্টেমস-এর দুই ডিরেক্টর মহাশিস ভট্টাচার্য এবং দীপ্যমান চক্রবর্তী। ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের অবসরপ্রাপ্ত প্রধান অধ্যাপক নিখিলভূষণ দে-ও।
উপাচার্য অধ্যাপক নাথ বলেন, স্নাতকোত্তর করার পরও ছাত্রছাত্রীরা দক্ষতা বিকাশের অভাবে চাকরি পায় না। নয়া শিক্ষানীতিতে তাই এই জায়গায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পেন্টাকল সিস্টেমস আগে থেকে এই জায়গায় জোর দেওয়ায় ছাত্রছাত্রীরা দক্ষতা বিকাশের সুযোগ পাবে। তাঁর কথায়, যুব-ছাত্রদের ঠিকভাবে কাজে লাগানো গেলে সমাজের লভ্যাংশটাই বেড়ে যায়।
এই অঞ্চলে বাণিজ্য তথা হিসাবশাস্ত্রের প্রথিতযশা অধ্যাপক নিখিলভূষণ দে শোনান, এখন আর হিসেবের কাজের জন্য বাণিজ্য বিভাগের পড়ুয়া হতে হয় না। আগ্রহ থাকলে বিজ্ঞান বা কলা বিভাগের ছাত্রছাত্রীরাও হিসাব রাখতে পারেন। আর অ্যাকাউন্টিং এখন আর আগের মতো কোম্পানিতে সীমিত নেই। এখন বিভিন্ন ধরনের অ্যাকাউন্টিং চালু রয়েছে। তাই বাণিজ্য বিভাগের সঙ্গে বিজ্ঞান বা কলা বিভাগের ছাত্রছাত্রীরাও অ্যাকাউন্টিং টেকনিসিয়ানের সার্টিফিকেট কোর্সটি করতে পারেন।
অধ্যাপিকা সোমা দে চৌধুরী এবং অধ্যাপিকা অঞ্জনা ভট্টাচার্যও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।পরে পেন্টাকল সিস্টেমস-এর শিলচর ডিরেক্টর বিশ্বরূপা ভট্টাচার্য এবং প্রজেক্ট কো-অর্ডিনেটর কৃশানু ভট্টাচার্য ওয়েটুবরাক-কে জানান, শিলচরে তাদের স্টাডি সেন্টার খোলা হয়েছে কলেজ রোডে ইউকো ব্যাঙ্ক বিল্ডিঙে। ‘সার্টিফিকেট ইন অ্যাকাউন্টিং টেকনিশিয়ান’ একটি এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেশন কোর্স। দ্বাদশ শ্রেণি পাস যে কেউ এটি করতে পারেন। এক বছরের কোর্সটিতে উইক-এন্ডে ক্লাশ হবে, অনলাইনে পরীক্ষা নেওয়া হবে। ভর্তি হতে আগ্রহীদের দ্রুত যোগাযোগ করতে বলা হয়েছে। কারণ আগামী ২০ জানুয়ারি ভর্তিপ্রক্রিয়া শেষ করে দেবে পেন্টাকল সিস্টেমস। পরবর্তী ভর্তি প্রক্রিয়া চালু হবে আগামী জুলাইয়ে। কোর্স ফি নিয়েও তাদের কোনও রাখঢাক নেই। কৃশানু জানান, ক্যাট কোর্সের জন্য ফি লাগবে ১২৬০০ টাকা। অ্যাডভান্স অ্যাক্সেলের জন্য ৩০০০ টাকা।