Barak Updates
শালচাপড়া রেল ইয়ার্ডের সড়ক সংস্কারের দাবি, চাকা বনধের হুঁশিয়ারি
২৪ সেপ্টেম্বরঃ শালচাপড়া রেল ইয়ার্ডের সড়ক সংস্কারের জন্য অনেকদিন ধরে আবেদন-নিবেদনে লাভ না হওয়ায় এ বার আন্দোলনের হুঁশিয়ারি দিল লরি মালিক সংস্থা। সঙ্গে রয়েছেন চালকরাও। দ্রুত সড়ক সংস্কার না হলে অনির্দিষ্টকালীন চাকা বনধে নামবেন বলে তাঁরা জানিয়ে দিয়েছেন। সোমবার শালচাপড়ায় রেলওয়ে পণ্য সামগ্রীর ইয়ার্ড থেকে লরিতে সমস্ত লোডিং-আনলোডিং বন্ধ রাখেন তাঁরা। পরে শালচাপড়া ট্রাক ওনার্স কো-অর্ডিনেশন কমিটির পক্ষে সড়কটির দুরবস্থা তুলে ধরে স্টেশন সুপারকে স্মারকপত্রে দেওয়া হয়। জানিয়ে দেওয়া হয়, এর পরও সংস্কারের কাজ শুরু না হলে লাগাতার চলবে তাঁদের আন্দোলন।
প্রতিবাদরত লরি চালকরা জানান, শালচাপড়ায় ইয়ার্ড শুরু হওয়ার পর আজ অবধি কোনও সংস্কার হয়নি। ফলে ইয়ার্ড চত্বরের বৃহত্তর এলাকা মারাত্মক চেহারা নিয়েছে। বিপদের ঝুঁকি নিয়ে বড় বড় গর্তে ভরা সড়ক দিয়ে মালবোঝাই ট্রাক নিতে হচ্ছে তাঁদের। ফলে প্রায়ই দুর্ঘটনার মুখে পড়তে হচ্ছে তাঁদের। ঘন ঘন ট্রাক গর্তে ফেঁসে যাওয়ার ফলে ইয়ার্ডের ভেতরের সড়কটিও অচল হয়ে পড়েছে। অনেক চালক এখন লরি নিয়ে ইয়ার্ডে আসতে রাজি হচ্ছেন না। রাস্তার দরুণ রেলপথে বাইরে থেকে আসা অত্যাবশকীয় পণ্যসামগ্রী জেলার বিভিন্ন স্থানে পৌঁছে দিতে গিয়ে লরি মালিকদের ক্ষতির মুখোমুখী হতে হচ্ছে। প্রায়ই গর্তে পড়ে ট্রাকে যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ায় অত্যাধিক ব্যয় বহন করতে হচ্ছে তাঁদের, ক্ষোভের সঙ্গে জানান ট্রাকের মালিকেরা।