India & World UpdatesHappeningsBreaking News
লোহিত সাগরে ছিনতাই মালবাহী জাহাজ, ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধের জের!
ওয়েটুবরাক, ২০ অক্টোবর : লোহিত সাগরে ছিনতাই হয়েছে আস্ত একটি মালবাহী জাহাজ। রবিবার এই ঘটনার জন্য ইজরায়েলের তরফে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুথিকে দায়ী করা হয়েছে। তবে কেবল হুথি নয়, এর নেপথ্যে ইরানেরও হাত রয়েছে বলে মনে করছে তেল আভিভ।
ব্রিটেনের এক সংস্থার মালিকানাধীন ওই জাহাজ জাপানের একটি সংস্থার দ্বারা নিয়ন্ত্রিত। ‘গুরুত্বপূর্ণ’ সামগ্রী নিয়ে জাহাজটি ভারতের দিকে যাচ্ছিল। জাহাজে ছিলেন ২৫ জন কর্মী। তাঁরা ইউক্রেন, বেলারুশ, মেক্সিকো-সহ বিভিন্ন দেশের নাগরিক বলে জানা গিয়েছে।
ইজরায়েলের অভিযোগের প্রেক্ষিতে মুখ খুলেছে হুথি। জাহাজ ছিনতাই করার বিষয়টি স্বীকার করে তারা জানিয়েছে, একটি ইজরায়েলি পণ্যবাহী জাহাজকে দক্ষিণ লোহিত সাগরে ‘বাজেয়াপ্ত’ করা হয়েছে। যদিও ইজরায়েলের পাল্টা দাবি, জাহাজটি তাদের নয়। জাহাজে ইজরায়েলের কোনও নাগরিকও ছিলেন না। হুথির এক মুখপাত্র জানিয়েছেন, জাহাজে থাকা ২৫ জন কর্মীকে ইসলামিক নীতি এবং আদর্শ অনুযায়ী তাদের হেফাজতে রাখা হবে।