Barak UpdatesHappeningsBreaking News
লোকমঞ্চের ধামাইল প্রতিযোগিতায় সেরা বীণাপাণি সম্প্রদায়
ওয়ে টু বরাক, ১২ ফেব্রুয়ারি : শিলচরের সম্মিলিত লোকমঞ্চের ধামাইল প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করল তারাপুর মনিপুরি বস্তির বীণাপাণি সম্প্রদায়। রবিবার সন্ধ্যায় দলের সদস্যারা পেলেন ১০ হাজার টাকা সাম্মানিক সহ অশোক রানি দাস স্মৃতি প্রথম পুরস্কার। এ দিন বিজয়ী দলের হাতে নগদ অর্থ, একটি ট্রফি ও মানপত্র তুলে দেন মুখ্য অতিথি বিশিষ্ট লোক গবেষক ড. অমলেন্দু ভট্টাচার্য, লোকমঞ্চের সভাপতি ড. অনুপ রায়, পুরস্কারের দাতা রসরাজ দাস সহ আয়োজক সংগঠনের সদস্য ও অতিথিরা।
দ্বিতীয় পুরস্কার হিসেবে সুরুচি নাথ স্মৃতি পুরস্কার পেয়েছে দুধপাতিল নাট্য সাংস্কৃতিক সংস্থা। সঙ্গে তাদের সাম্মানিক হিসেবে দেওয়া হয়েছে ৭ হাজার টাকা। এ দিন পুরস্কার জয়ী দলটিকে ট্রফি, মানপত্র ইত্যাদি তুলে দেন দাতা পিনাকপাণি নাথ।
তৃতীয় দল হিসেবে মুহাম্মদ আব্দুল বারি স্মৃতি পুরস্কার পেয়েছে রণফাঁড়ি শিববাড়ি ধামাইল দল। ৫ হাজার টাকা সাম্মানিক সহ এই পুরস্কারটি তুলে দিয়েছেন ড. অনুপ রায়। তৃতীয় পুরস্কারের দাতা মহবুবুল বারি। এ দিন বিশেষ পুরস্কার হিসেবে শিলচরের দুটি স্কুল ছোটেলাল শেঠ ইনস্টিটিউট ও মনোমোহন বালিকা বিদ্যালয়কে ২ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হয়েছে। মীনারানি নাথ স্মৃতি পুরস্কারের দাতা শ্যামল নাথ ও ঝিমলি নাথ।
শনিবার থেকে শিলচর নর্মাল স্কুল সংলগ্ন শিশু উদ্যানে বসেছিল এই ধামাইল প্রতিযোগিতার আসর। দুদিনে সব মিলিয়ে মোট ৩০টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার পাশাপাশি ছিল কয়েকজন আমন্ত্রিত শিল্পীর অনুষ্ঠান। লোকমঞ্চের শিল্পীরাও লোকগান নিয়ে মঞ্চে হাজির ছিলেন। এছাড়া লোকবিষয়ক আলোচনাও অনুষ্ঠিত হয়। প্রথম দিন এ সংক্রান্ত বক্তব্য পেশ করেন অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী। দ্বিতীয় দিনে বক্তব্য রাখেন ড. অমলেন্দু ভট্টাচার্য।