Barak UpdatesHappeningsBusiness
লক্ষ্মীপুরের আনারস গুয়াহাটিতে বিক্রি, সৌজন্যে নেরামেক
২৮ জুনঃ কাছাড় জেলার লক্ষ্মীপুরের আনারস এ বার গুয়াহাটিতে দেদার বিক্রি হয়েছে। লকডাউন না থাকলে আরও ব্যাপক ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল।
নর্থ ইস্টার্ন রিজিয়নাল অ্যাগ্রিকালচারাল মার্কেটিং করপোরেশন লিমিটেড (নেরামেক) এ বার লক্ষ্মীপুর থেকে আনারস কিনে নিয়ে গিয়েছে। পাঁচ মেট্রিক টন আনারস কিনেছে মার অর্গানিক ফুড প্রডিউসার থেকে। করোনার দুঃসময়ে আনারস চাষীদের পাশে দাঁড়ানোই তাঁদের মূল লক্ষ্য ছিল বলে জানালেন ডোনার মন্ত্রক নিয়ন্ত্রিত সংস্থাটি এগজিকিউটিভ সেক্রেটারি লাভলি গোস্বামী। তিনি বলেন, তাঁরা সমস্ত চালান ফ্যান্সিবাজারে পাইকারি দরে বিক্রি করারই পরিকল্পনা করেছিলেন। কিন্তু আনারস গুয়াহাটি পৌঁছতেই ফ্যান্সিবাজার কন্টেনমেন্ট জোন হয়ে যায়। কিছুটা দুশ্চিন্তাতেই পড়ে গিয়েছিলেন তাঁরা, পচেগলে না নষ্ট হয়ে যায়। শেষে সিদ্ধান্ত হয়, শহরের স্থানে স্থানে স্টল বসিয়ে সেগুলি গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে। লাভলিদেবীর দাবি, ভালই সাড়া মিলেছে।
তিনি জানান, চাষীদের পাশে দাঁড়ানো তাদের একটি বড় উদ্দেশ্য। সে জন্য এর আগেও বিভিন্ন জায়গা থেকে শাকসবজি, মরিচ ইত্যাদি সামগ্রী কিনে এনে বিক্রি করেছে নেরামেক৷
প্রসঙ্গত, সুমিষ্ট বলে জনপ্রিয় লক্ষ্মীপুরের আনারস গত বছর জাহাজ ভর্তি হয়ে আরবে গিয়েছিল৷ এর আগেও তা কাছাড় থেকে বিশ্বের নানা জায়গায় যায়৷